সাধারণের প্রবেশ নিষেধ, আমেরিকার AREA 51-এ দেখা মিলেছে এলিয়ানেরও?
credit: Getty Images
TV9 Bangla
পৃথিবীতে এমন অনেক কিছু বা অনেক জায়গা রয়েছে যার রহস্য আজও সমাধান করতে পারেনি মানুষ তাই মানুষের সুরক্ষার স্বার্থে বন্ধ রাখা হয়েছে সাধারণের প্রবেশ।
আমেরিকাতেও আছে ঠিক তেমনই এক জায়গা। বলা হয় আমেরিকার আর্মি এই এলাকায় নতুন নতুন পরীক্ষা-নিরীক্ষা চালায়। এমনকি কয়েক জন বিশেষজ্ঞের দাবি এখানে নাকি এলিয়নের উপস্থিতি রয়েছে।
আমেরিকার এই রহস্যে ঘেরা জায়গাটির নাম 'এরিয়া ৫১' বা 'AREA 51'। আমেরিকার নেভাডায় অবস্থিত এই স্থান। এই জায়গায় কী হয় তা আজও গোটা বিশ্বের থেকে গোপনে রাখা হয়।
স্থানীয়দের অনেকের দাবি, এই এলাকার চারপাশে এলিয়নদের উড়ন্ত সসার নাকি দেখা গিয়েছে। কেউ কেউ বলেন আমেরিকা এখানে গোপনে পারমাণবিক পরীক্ষা-নিরীক্ষা চালায়।
সাধারণ মানুষের প্রবেশ এখানে সম্পূর্ণ নিষিদ্ধ। একটি রিপোর্ট অনুসারে ২০১৯ সালে বাইরে থেকে অনেকে এসে এখানে পার্টি করছিলেন।
খবর পেয়েই ছুটে আসে মার্কিন সামরিক বাহিনী। এরপরেই ওই স্থান থেকে বিতারিত করা হয় তাঁদের। ওই স্থানের নিরাপত্তাও বাড়ানো হয়।
এরিয়া ৫১ অঞ্চল উচ্চ নিরাপত্তায় ঘেরা একটি জায়গা। মার্কিন সামরিক বাহিনী নিরাপত্তায় ঘেরা থাকে এই এরিয়া। এই অঞ্চলের সীমানা বাড়ানো হয়েছে, সুরক্ষার স্বার্থে আরও বেশি এলাকা অন্তর্ভুক্ত করা হয়েছে।
কিছু ফাঁস হয়ে যাওয়া নথি থেকে এই জায়গার অস্তিত্ব প্রথম সর্ব সমক্ষে আসে। কিন্তু এখানে কী ঘটে তা এখনও সম্পূর্ণ গোপন রাখা হয়।