5th June, 2025

জুলাইতেই বিপর্যয়, হাজার হাজার মৃত্যুর ভবিষ্যদ্বাণী 'বাবা ভাঙ্গা'র

অক্ষরে অক্ষরে মেলে বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী। ভারত-পাকিস্তান সংঘাতের ইঙ্গিতও বহু বছর আগেই দিয়ে গিয়েছিলেন তিনি।

এবার খোঁজ মিলল আরেকজনের, যার ভবিষ্যদ্বাণীও অক্ষরে অক্ষরে মেলে। ২০২৫ সাল নিয়ে ভয়ঙ্কর এক ভবিষ্যদ্বাণী করেছেন তিনি।

জাপানের মাঙ্গা আর্টিস্ট রিও তাতসুকি, তিনিই পরিচিত নতুন বাবা ভাঙ্গা হিসাবে। আগামী মাসেই বড় বিপর্যয়ের ভবিষ্যদ্বাণী করেছেন তিনি।

নতুন বাবা ভাঙ্গার দাবি, জুলাই মাসের ৫ তারিখ জাপানে ভয়ঙ্কর বিপর্যয় হতে চলেছে। বিশাল সুনামি বা শক্তিশালী ভূমিকম্প হতে পারে।

নতুন বাবা ভাঙ্গার দাবি, জুলাই মাসের ৫ তারিখ জাপানে ভয়ঙ্কর বিপর্যয় হতে চলেছে। বিশাল সুনামি বা শক্তিশালী ভূমিকম্প হতে পারে।

ইতিমধ্যেই তাঁর ভবিষ্যদ্বাণীতে বিশ্বাস করে লোকজন জাপান ভ্রমণের প্ল্যান বাতিল করছেন। ফ্লাইট বুকিং ৮৩ শতাংশ কমে গিয়েছে।

এর আগে ১৯৯৫ সালের কোবে-র ভূমিকম্প, ২০১১ সালের তোহোকু ভূমিকম্প ও সুনামির ভবিষ্যদ্বাণীও করেছিলেন তাতসুকি। ২০১১-র সুনামিতে ২২ হাজার মৃত্যু হয়েছিল।

এমনকী, করোনা মহামারি নিয়েও সতর্ক করেছিলেন। নিজের বইয়ে লিখেছিলেন ২০২০ সালে ভয়ঙ্কর ভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়বে বিশ্বে।

এবার জুলাই মাসে কি তাঁর ভবিষ্যদ্বাণীও মিলে যাবে? আশঙ্কাতেই দিন গুনছে জাপানের মানুষ।