31 JAN 2025

২৫ বছরের নিচে মা হলেই পাওয়া যাবে ৮১হাজার টাকা, অভিনব প্রকল্প সরকারের  

credit:PTI

TV9 Bangla

চিন থেকে ভারত, জন বিস্ফোরণের চোটে পাগল অনেক উন্নয়নশীল দেশই। ঠিক তার বিপরীত চিত্র উন্নত দেশগুলিতে। জন্মহার এতটাই কম যে চিন্তার ভাঁজ প্রশাসনের কপালে।

এমনকি জন্মহার বাড়ানোর জন্য ভ্লাদিমির পুতিন কিছুদিন আগেই সঙ্গমের উদ্দেশ্যে অফিস তাড়াতাড়ি ছুটি দেওয়া থেকে শুরু করে বিকল্প নীল ছবি বানানোর পরামর্শ দিয়েছিলেন।

এবার জন্মহার বাড়াতে আরও এক নতুন পরিকল্পনা করেছে রাশিয়া। পুতিন প্রশাসনের নতুন পরিকল্পনার কথা জেনে অবাক হচ্ছেন অনেকেই।

কারেলিয়া সরকারের তরফে বলা হয়েছে যদি ২৫ বছরের কম বয়সী কোনও যুবতী মা হন এবং তিনি যদি মা হওয়ার সময় ছাত্রী হয়ে থাকেন তবে তাঁকে ৮১ হাজার টাকা দেওয়া হবে।

দেশের জন সংখ্যা বৃদ্ধি করার উদ্দেশ্যেই নানা ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। ১ জানুয়ারি থেকেই নতুন এই প্রকল্প কার্যকর করা হয়েছে।

২৫ বছরের কম বয়সী, কারেলিয়ার বাসিন্দা বা সেখানকার স্থানীয় কলেজ বা ইউনিভার্সিটির কোনও যুবতী মা হলে তাঁকে এই পুরষ্কার দেওয়া হবে বলে জানা গিয়েছে।

যদিও সরকারের তরফে জানানো হয়েছে যদি সন্তানকে জন্ম দিতে গিয়ে কোনও দুর্ঘটনা ঘটে এবং তাতে সন্তানের মৃত্যু ঘটে তাহলে এই প্রকল্পের অধীনে টাকা পাওয়া যাবে না।

রাশিয়ার রাজ্য সরকারগুলির মধ্যে অনেকেই কন্যা সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে অনুপ্রেরণা দেয়। ১১টি সরকার নানা ধরনের প্রকল্প রেখেছে এই কারণে।