bangladesh1
insomnia 3

8 Aug 2024

বাংলাদেশের ৬ অজানা তথ্য জানুন

credit: istock

image

TV9 Bangla

hasina (1)

বর্তমানে সারা বিশ্বের নজর বাংলাদেশের দিকে। শেখ হাসিনার প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে দেশত্যাগ থেকে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন নজিরবিহীন।

bangladesh (5)

বাংলাদেশে বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে এখন স্বাভাবিকভাবেই গোটা বিশ্বের কৌতূহল বেড়েছে এই দেশ সম্পর্কে। জেনে নিই বাংলাদেশের কিছু অজানা তথ্য।

bangladesh2

বাংলাদেশ আয়তনে ছোট হলেও জনসংখ্যায় পিছিয়ে নেই। জনসংখ্যার নিরিখে বর্তমানে বিশ্বের মধ্যে অষ্টম স্থানে রয়েছে পদ্মাপারের এই দেশ।

বাংলাদেশের জাতীয় প্রাণী হল রয়্যাল বেঙ্গল টাইগার। এর বিশেষত্ব হল, ৩ কিলোমিটার দূর থেকেও কারও উপস্থিতি টের পায়।

আপাতভাবে বাংলাদেশ দরিদ্র দেশের তালিকায় ঠাঁই পেলেও জনসংখ্যা-সহ বিভিন্ন মানদণ্ডের নিরিখে বিশ্বের দশম বৃহত্তম শহর হল রাজধানী ঢাকা।

বাংলাদেশের কক্সবাজার সৈকত বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত। এখানে সারা বিশ্ব থেকে বিপুল সংখ্যক পর্যটক বেড়াতে আসেন।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে পাকিস্তান থেকে আলাদা হয়ে স্বাধীন রাষ্ট্রে পরিণত হয় বাংলাদেশ। সেই যুদ্ধে ১৫ লক্ষের বেশি মানুষ শহিদ হয়েছিলেন।

বাংলাদেশের ইলিশ বিশ্বখ্যাত। চট্টগ্রামের চাঁদপুর জেলা থেকে প্রতি বছর বিশ্বের সবচেয়ে বেশি ইলিশ মাছ ধরা পড়ে। তাই এই জেলাকে 'ইলিশের বাড়ি' বলা হয়।