20 JAN 2025

অবসরের পরে আমেরিকার প্রেসিডেন্ট কী কী সুবিধা পান?

credit:Getty Images

TV9 Bangla

আমেরিকার নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আজ শপথ নেবেন তিনি। অবসর নেবেন মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট জো বাইডেন।

আপনি কি জানেন, প্রেসিডেন্ট পদ থেকে অবসর নিলেও তিনি নানা সুযোগ-সুবিধা পেয়ে থাকেন। জো বাইডেন সেই মতোই কী কী সুবিধা পাবেন জানেন?

অবসর মার্কিন প্রেসিডেন্টরা নিজের জীবিকা নির্বাহের জন্য বার্ষিক পেনশন পান। সেই বার্ষিক পেনশন একজন মন্ত্রিপরিষদ সচিবের বেতনের সমান হয়।

অবসরের পরেও নিজের অফিস এবং কর্মচারী রাখার জন্য সরকারি সাহায্য পান প্রাক্তন প্রেসিডেন্ট। অফিস ভাড়া, যন্ত্রপাতি ও কর্মীদের বেতন বাবদ যে খরচ হয় তা সারা জীবন সরকার দেয়।

অবসরপ্রাপ্ত প্রেসিডেন্ট এবং তাঁর স্ত্রী আজীবন সিক্রেট সার্ভিস সুরক্ষা পান। তাঁদের সন্তান থাকলে ১৬ বছর বয়স অবধি এই সুবিধা পান। নিরাপত্তা বাবদ যাবতীয় খরচ সরকার বহন করে।

অবসরপ্রাপ্ত প্রেসিডেন্ট ও তাঁর স্ত্রী সারা জীবন বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পেয়ে থাকেন। বড় থেকে ছোট অসুখ সব খরচ সরকারের।

এ ছাড়া অবসরপ্রাপ্ত প্রেসিডেন্ট যদি কোনও সরকারি অনুষ্ঠানে অংশ নেন তাহলে তাঁকে নিয়ে যাওয়া নিয়ে আসার সম্পূর্ণ দায়িত্ব সরকারের।

সাবেক প্রেসিডেন্টের মৃত্যুর পরে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ কৃত্য সম্পন্ন করা হয়। তবে সব সুযোগ-সুবিধা পেলেও সরকারের তরফ থেকে কোনও বাড়ি পান না তাঁরা।