23 JAN 2025

কেন ২০ জানুয়ারিতেই শপথ নেন আমেরিকার নতুন প্রেসিডেন্ট?

credit:Meta AI

TV9 Bangla

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ঐতিহাসিক জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭ তম রাষ্ট্রপতি হিসাবে তার দ্বিতীয় মেয়াদ শুরু করেছেন ইতিমধ্যেই।

২০ জানুয়ারি শপথ নিয়েছেন তিনি। এই বার বলে নয়, প্রত্যেকবার ২০ জানুয়ারি রাষ্ট্রপতি পদে শপথ নেন আমেরিকার প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট। কিন্তু কেন এই দিনেই শপথ নেয় জানেন?

এই দিনটি মার্কিন সংবিধানের ২০ তম সংশোধনীর সময় নির্বাচন করা হয়েছিল। ১৯৩৩ সংশোধনীর সময় থেকেই শুরু হয় এই ধারা। এর আগে নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণের দিন ছিল ৪ মার্চ।

নির্বাচনের দিন থেকে শপথ গ্রহণ পর্যন্ত প্রায় ৭৫ দিনের সময়কালে নির্বাচিত রাষ্ট্রপতি তাঁর মন্ত্রিসভাকে সাজিয়ে তোলে। বিভিন্ন বিষয়ে ব্রিফিং নেয়। ক্ষমতা হস্তান্তরের জন্য প্রস্তুত হয়।

এছাড়াও আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনও হয় একটি নির্দিষ্ট দিনে। সেই দিনটি হল নভেম্বর মাসের প্রথম মঙ্গলবার। প্রতিবারই নভেম্বরের প্রথম মঙ্গলবার প্রেসডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়।

শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতিও। নতুন প্রেসিডেন্টকে শপথ বাক্য পাঠ করানোর দায়িত্ব সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিরই।

প্রসঙ্গত, ২০ জানুয়ারি সপরিবারে হোয়াইট হাউসে পদার্পণ করেন আমেরিকার ৪৭ তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শপথ নেওয়ার পরেই একাধিক গুরত্বপূর্ণ সিদ্ধান্তের কথাও ঘোষণা করেছেন তিনি। অভিবাসন নীতি থেকে অনুপ্রবেশ আটকাতে কড়া হবে আমেরিকা সরকার, সেই আভাস দিয়েছেন।