27 MAY 2025

১৫ দিনের বিয়ের তৃপ্তি, কোন ছোট্ট শহরে আছে এই আজব রীতি?  

credit:TV9, AI

TV9 Bangla

প্রত্যেক দেশে নিজস্ব কিছু রীতি নীতি থাকে। যা যেমন অদ্ভুত তেমনই অনন্যও বটে। যেমন ধরুন ১৫ দিনের বউ। শুনতে অবাক লাগছে? এতদিন শুধু সিনেমা-সিরিয়ালে দেখেছেন? বিষয়টা কিন্তু সত্যি! কোথায় আছে এই প্রথা?

১৫ দিনের জন্য অস্থায়ী স্ত্রী-এর এই বিষয়টি কিন্তু প্রচলিত রয়েছে ইন্দোনেশিয়ায়। অর্থের বিনিময়ে পুরুষ পর্যটকদের অস্থায়ী স্ত্রী হয়ে ওঠার এই প্রবণতা দিন দিন বাড়ছে ইন্দোনেশিয়ায়।

মূলত অর্থনৈতিক সংকটে পড়েই সংসার চালানোর জন্য এমন পথ বেছে নিচ্ছেন মহিলারা। বাধ্য হয়েই অস্থায়ী বিবাহে আবদ্ধ হন তাঁরা। এই কটা দিন একজন স্ত্রীয়ের মতোই স্বামীর যৌন আকাঙ্ক্ষা সহ তাঁর ঘরও সামলান তাঁরা।

এই প্রথাকে সাধারণত 'প্লেজার ম্যারেজ' বা 'নিকাহ মুতা'হ বলা হয়। কোনও মহিলা চাইলে বছরে ২০-২৫টি বিয়ে করতে পারেন।

উভয় পক্ষের সম্মতিতে একটি নির্দিষ্ট সময়ের পরে এই বিয়ের মেয়াদ শেষ হয়। এক সময়ে শিয়া ইসলামে এই নিকাহর চল ছিল। ইন্দোনেশিয়ার জনপ্রিয় পর্যটন কেন্দ্র পুনকাক অঞ্চলে এই প্রথা প্রচলিত।

মূলত মধ্যপ্রাচ্য থেকে আসা ধনী পর্যটকরা স্থানীয় গরীব মহিলাদের সঙ্গে এই অস্থায়ী বিবাহে লিপ্ত হন। লস অ্যাঞ্জেলেস টাইমসের প্রতিবেদন অনুসারে, এক মহিলা জানান তিনি ১৭ বছর বয়স থেকে কমপক্ষে ১৫ বার এই ধরনের বিয়ে করেছেন।

তিনি সাধারণত প্রতি বিয়েতে ৩০০ থেকে ৫০০ ডলার আয় করেন। ওই টাকাতে তিনি বাড়ি ভাড়া শোধ করেন, নিজের অসুস্থ দাদু-ঠাকুমার চিকিৎসার ব্যবস্থা করেন।

জানা যায় ইন্দোনেশিয়ার ওই অংশে আরবি প্রভাব বেশি। অসহায়, গরীব মহিলাদের প্রাচীন বর্বচিত প্রথার নাম করে এই শোষণ আজও চলছে।