১৭৭ বছর পর দৈত্যাকার ওয়াটার লিলি আবিষ্কার হল ।

এটিই বিশ্বের বৃহত্তম ওয়াটার লিলি বলে মনে করা হচ্ছে।

কেউস হার্বেরিয়ামের একটি অংশে এই বিশালাকার পাতাযুক্ত শালুক ফুলের সন্ধান পাওয়া যায়।

বলিভিয়ার জলাভূমির স্থানীয় ফুল হল ওয়াটার লিলি।

৩ মিটার বিস্তৃত পাতা নিয়ে জন্মায় ভিক্টোরিয়া বলিভিয়ানা। পাতার নিচের অংশটিও দেখার মত। মনে হবে ঝুলন্ত সেতু।