বলিরেখা-মুক্ত করে উজ্জ্বল ত্বক পেতে কে না চায়! মুখের ত্বকের পাশাপাশি হাতের ত্বকেরও যত্ন নিন...

ডিমের সাদা অংশে ভিটামিন ই, এক চা চামচ গ্লিসারিন মিশিয়ে পেস্ট বানান।

হাত, মুখ ও ঘাড়ে লাগিয়ে ১০-১৫ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।

তারপর অবশ্যই ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। সপ্তাহে তিনবার এই প্যাক লাগালে হাতের বলিরেখা দূর হবে।

শরীরকে বলিরেখা মুক্ত করতে ও হাইড্রেটেড রাখতে প্রচুর পরিমাণে জল খান।

শীতকালে ত্বকের যত্নে ময়েশ্চারাইজার ব্যবহার কররুন। তাতে মুখের ও হাতের ত্বক থাকবে সুস্থ ও সুন্দর।

সূর্যের ক্ষতিকর রশ্মিও বলিরেখার জন্য দায়ী।  ত্বককে রক্ষা করতে সানস্ক্রিন ব্যবহার করা আবশ্যিক।