লন্ডনের ওভালে আর ৫দিন পর ভারত ও অস্ট্রেলিয়ার বিশ্ব টেস্ট ফাইনাল।
এই ভেনুতে ভারত অধিনায়ক রোহিত শর্মার ব্যাট কতটা হিট জানেন?
লন্ডনের ওভালের সঙ্গে রোহিত শর্মার সম্পর্ক বেশ ভালো।
আসলে ২০২১ সালে বিদেশের মাটিতে রোহিতের ব্যাটে প্রথম টেস্ট শতরান এসেছিল। ভেনু ছিল সেই ওভাল।
ইংল্যান্ডের বিরুদ্ধে ২০২১ সালের চতুর্থ টেস্টে ভারতের দ্বিতীয় ইনিংসে ১২৭ রান করেছিলেন রোহিত শর্মা।
আসন্ন WTC ফাইনালে সেই ওভালেই ফিরছেন রোহিত শর্মা।
হিটম্যানের অনুরাগীরা আশাবাদী হিটম্যানের ব্যাট এ বার ওভালে হিট হবে।
সদ্য শেষ হওয়া আইপিএলে রোহিত ছন্দে ছিলেন না। আপাতত তিনি বিশ্ব টেস্ট ফাইনালের জন্য জোরকদমে অনুশীলন করছেন।