চিনে লঞ্চ হয়েছে শাওমির নতুন ফোন Xiaomi 11 Youth Vitality Edition।
বলা হচ্ছে, এটিই শাওমির সবচেয়ে হাল্কা এবং পাতলা ৫জি ফোন।
এই ফোনের ওজন মাত্র ১৫৭ গ্রাম। আর এই ফোন ৬.৮১ মিলিমিটার পুরু।
গ্লোবাল মার্কেটে শাওমি ১১ Youth Vitality এডিশন ফোন কবে লঞ্চ হবে তা এখনও জানা যায়নি।
ভারতে এই ফোন লঞ্চ হবে কিনা সে ব্যাপারেও কিছু জানা যায়নি।