ভারতে শাওমি ১১আই হাইপারচার্জ ৫জি এবং শোমি ১১আই ৫জি ফোনের বিক্রি শুরু হয়েছে।
শাওমি ১১আই হাইপারচার্জ ৫জি ফোনের দাম ভারতে শুরু হচ্ছে ২৬,৯৯৯ টাকা থেকে।
অন্যদিকে শাওমি ১১আই ৫জি ফোনের দাম ভারতে শুরু হচ্ছে ২৪,৯৯৯ টাকা থেকে।
ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে শাওমির এই দুটো ফোনই কেনা যাবে।
শাওমির অফিশিয়াল ওয়েবসাইট, এমআই হোম স্টোর এবং অন্যান্য দোকানেও এই দুই ফোন পাওয়া যাবে।