ভারতে লঞ্চ হতে চলেছে শাওমি ১১টি প্রো স্মার্টফোন।
আগামী ১৯ জানুয়ারি শাওমি ১১টি প্রো ৫জি ফোন লঞ্চ হবে ভারতে।
শাওমি ১১টি প্রো ৫জি ফোনই আসলে শাওমির হাইপারফোন।
শোনা যাচ্ছে, এই ফোনের সঙ্গে শাওমি ১১টি ভ্যানিলা মডেলও লঞ্চ হতে পারে ভারতে।
শাওমি ১১টি প্রো ৫জি ফোন গত বছর লঞ্চ হয়েছিল ইউরোপে।