ভারতে অ্যামাজন থেকে কেনা যাবে শাওমি ১১টি প্রো ফোন।
আগামী ১৯ জানুয়ারি ভারতে লঞ্চ হবে শাওমি ১১টি প্রো স্মার্টফোন।
শাওমি ১১টি প্রো ৫জি ফোনই আসলে শাওমির আসন্ন 'হাইপারফোন'।
অ্যামাজন ইন্ডিয়া ছাড়াও এই ফোন Mi.com এবং Mi Home stores— এইসব সাইটেও পাওয়া যাবে বলে অনুমান করা হচ্ছে।
অ্যামাজন ই-কমার্স সংস্থার ওয়েবসাইটে ইতিমধ্যেই এই ফোনের একটি ওয়েবপেজ তৈরি হয়েছে।