শাওমি ১১টি প্রো ফোনের নাম দেখা গিয়েছে ব্লুটুথ এসআইজি সার্টিফিকেশন সাইটে।
তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে ভারতে লঞ্চ হতে পারে শাওমি ১১টি প্রো ফোন।
ভারতে শাওমি ১১টি প্রো ফোনের দাম কত হতে পারে তা এখনও জানা যায়নি।
ইউরোপে আগেই লঞ্চ হয়েছে শাওমির এই স্মার্টফোন। এবার পালা ভারতের।
ভারতে শাওমি ১১টি প্রো ফোন কবে লঞ্চ হবে তা নির্দিষ্টভাবে জানা যায়নি।