ভারতে লঞ্চ হতে চলেছে শাওমি ১২ প্রো স্মার্টফোন।
শাওমি কোম্পানিই ভারতে শাওমি ১২ প্রো ফোন লঞ্চের কথা ঘোষণা করেছে।
আসন্ন ফোনকে শোস্টপার নাম দিয়েছে চিনের টেক জায়ান্ট শাওমি।
চিনে শাওমি ১২ প্রো ফোন ইতিমধ্যেই লঞ্চ হয়েছে।
অনুমান করা হচ্ছে শাওমি ১২ প্রো ফোনের চিনা ভ্যারিয়েন্টের সঙ্গে ফিচার্স ও স্পেসিফিকেশনের দিক থেকে ভারতীয় ভ্যারিয়েন্টের মিল থাকবে।