সম্প্রতি চিনে লঞ্চ হয়েছে শাওমির নতুন স্মার্টফোন শাওমি Civi।

লঞ্চের পর থেকেই জল্পনা শুরু হয়েছিল যে এই ফোন গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে কি না।

ভারতে শাওমির নতুন স্মার্টফোন শাওমি Civi লঞ্চ করবে কি না, তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছিল। 

এবার শোনা গিয়েছে যে গ্লোবাল মার্কেট এবং ভারতে শাওমি Civi স্মার্টফোন লঞ্চ হবে না। 

CC সিরিজের রিপ্লেসমেন্ট হিসেবে চিনে লঞ্চ হয়েছে শাওমি Civi ফোন।