ভারতে আসতে চলেছে শাওমির নতুন স্মার্টফোন 'হাইপারফোন'।
অনুমান, এই ফোন হতে চলেছে শাওমি ১১টি প্রো মডেল।
শাওমির এই হাইপারফোন কবে ভারতে লঞ্চ হবে তা অবশ্য জানা যায়নি।
তবে শাওমি ইন্ডিয়ার টুইটারে প্রকাশিত টিজারে কামিং সুন লেখা থেকে আন্দাজ আর বেশি দেরি নেই।
গত বছর সেপ্টেম্বর মাসে শাওমির ১১টি প্রো ফোন লঞ্চ হয়েছিল ইউরোপে।