Xiaomi ভারতীয়দের জন্য একটি বিশেষ পরিষেবা নিয়ে হাজির হয়েছে।

সামার সার্ভিস ক্যাম্প খুলেছে স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থাটি।

এই সামার সার্ভিস ক্যাম্পে স্মার্টফোনের স্বাস্থ্য পরীক্ষা করা হবে সম্পূর্ণ বিনামূল্যে।

মূলত, Xiaomi, Redmi ও Mi ব্যবহারকারীরা এই পরিষেবা ব্যবহার করতে পারবেন।

ডিভাইসের ডিসপ্লে খারাপ হলে, চার্জিং সংক্রান্ত কোনও সমস্যা দেখা দিলে, সবকিছু সারিয়ে দেবে সংস্থাটি।

1000-এরও বেশি Xiaomi অথোরাইজ়ড সার্ভিস সেন্টারে এই পরিষেবা দেওয়া হবে।

1 জুন থেকে শুরু হয়ে 10 জুন পর্যন্ত চলবে সামার সার্ভিস ক্যাম্পটি।

সবকিছুই এখানে ফ্রি থাকছে ঠিকই, তবে ব্যাটারি রিপ্লেসমেন্টে থাকছে 50% ছাড়।