শাওমি ১২ সিরিজের সঙ্গে চিনে লঞ্চ হয়েছে শাওমি ওয়াচ এস১।
বলা হচ্ছে, শাওমির এই ওয়াচ এস১ কোম্পানির সবচেয়ে প্রিমিয়াম স্মার্টওয়াচ।
গ্লোবাল মার্কেট বা ভারতে এই স্মার্টওয়াচ কবে লঞ্চ হতে পারে, সেই প্রসঙ্গে কিছু জানা যায়নি।
এই স্মার্টওয়াচে রয়েছে ১.৪৩ ইঞ্চির সার্কুলার বা গোলাকার অ্যামোলেড ডিসপ্লে। আর এই ডিসপ্লেতেই রয়েছে স্যাফায়ার গ্লাস প্রোটেকশন।
এই প্রিমিয়াম স্মার্টওয়াচে ১১৭টিরও বেশি স্পোর্টস মোড রয়েছে।