আপনি ধাপে ধাপে দেখে নিতে পারেন গুগল ম্যাপের এই প্রক্রিয়া।

আপনি অ্যান্ড্রয়েড বা iOS ডিভাইসে প্রথমে Google Maps খুলুন।

যে লোকেশন আপনি চাইছেন, তা সার্চ করুন কিংবা কারেন্ট লোকেশন ট্যাপ করুন।

ডিসপ্লে-র উপরে ডানদিকে বক্স আকারে লেয়ার বাটন আছে, তাতে ট্যাপ করুন।

ম্যাপের টাইপ ও ডিটেলস অপশন দেখতে পাবেন এখানে।

এবার নীচে দেখুন Air Quality, ওটাতে ট্যাপ করুন।

গুগল আপনাকে ওই নির্দিষ্ট এলাকার Air Quality দেখিয়ে দেবে মুহূর্তে।