ব্যাঙ্ক অ্যাকাউন্টের মতো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেরও উত্তরাধিকারী হয়।

আপনি চাইলে মৃত্যুর পর ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার অপশন সিলেক্ট করতে পারেন।

ফেসবুকে Legacy Contact সেটিংসে গিয়ে উত্তরাধিকারী সিলেক্ট করতে পাবেন।

নীচে Delete Account After Death অপশনও পেয়ে যাবেন।

ইনস্টাগ্রাম ইউজ়াররা মৃত্যুর পর অ্যাকাউন্ট Memorialize করে রাখতে পারেন।

টুইটারে মৃত্যুর পর অ্যাকাউন্ট চালানোর কোনও পলিসি এখনও নেই।

ইউটিউবে ইউজ়ারের মৃত্যুর পর উত্তরাধিকারী অ্যাকাউন্ট চালাতে পারবেন।