3099 টাকার রিচার্জ প্ল্যানে মজেছেন Vodafone-Idea গ্রাহকরা।
এক বছরের Disney+ Hotstar সাবস্ক্রিপশন পেয়ে যাবেন।
আনলিমিটেড কল আর প্রতিদিন 100 SMS ফ্রি, ভ্যালিডিটি 365 দিন।
প্রতিদিন 2GB ডেটা পাবেন, থাকবেন অতিরিক্ত 75GB ডেটা।
রাত 12টা থেকে ভোর 6টা অবধি আনলিমিটেড ডেটা।
Vi Movies আর TV VIP অ্যাকসেস পেয়ে যাবেন ইউজ়াররা।
দৈনিক ডেটা শেষ হওয়ার পরও 64Kbps পর্যন্ত স্পিড পাবেন।