1 April, 2024
গরমে ব্রণ সমস্যায় মুক্তি তরমুজে, কীভাবে লাগাবেন?
TV9 Bangla
মরসুম বদলালে রূপচর্চার রুটিনও বদলে যায়। শীতকালের রূপচর্চা আর গরমের রূপচর্চার মধ্যে ফারাক আছে।
গরমে ত্বকের বাড়তি যত্ন প্রয়োজন। তবে তার জন্য শুধু প্রসাধনীর উপর নির্ভরকরলে চলবে না।
গরমে বাজারে প্রচুর মরসুমি ফল পাওয়া যায়। সেই ফল শুধু স্বাস্থ্য নয়, ত্বকের যত্ন নিতেও সাহায্য করে।
গরমের ফলের মধ্যে তরমুজ অন্যতম। শুধু পেটের খেয়াল রাখতে নয়, গরমে ত্বকের যত্ন নিতেও তরমুজ বেশ উপকারী।
গরমে অনেকেরই ব্রণের সমস্যা মাথা চাড়া দেয়। সেই ব্রণ সমস্যা থেকে মুক্তি পেতে কাজে লাগবে তরমুজ।
দই এবং তরমুজ দিয়েই বানিয়ে নিতে পারেন ফেসপ্যাক। ফেটানো টক দইয়ের মধ্যে তরমুজ আর অল্প মধু মিশিয়ে একটি ঘন মিশ্রণ বানিয়ে নিন।
তার পর সেই মিশ্রণ মাখুন মুখে। ১০-১৫ মিনিট মেখে রেখে ধুয়ে ফেুলন। অল্প দিনেই দেখবেন উজ্জ্বল হচ্ছে ত্বক।
ত্বক ভাল রাখতে কলার ভূমিকা অনবদ্য। তরমুজ এবং কলা দুই-ই যদি ত্বকের যত্নে কাজে লাগান, সুফল পাবেন।
Learn more