এই মাসে কৃষ্ণের বন্দনা, মন্ত্র ও কয়েকটি প্রতিকার করলে জীবনে উন্নতি ঘটবে দ্রুত।
৯ নভেম্বর থেকে শুরু হয়েছে মার্গশীর্ষ মাস। এই মাসের পূর্ণিমা মৃগশিরা নক্ষত্রে অবস্থান করে। তাই এই মাসকে মার্গশীর্ষ বলা হয়।
জ্যোতিষশাস্ত্রে এই মাসে কিছু ব্যবস্থা করলে কৃষ্ণের কৃপা পাওয়া যায়।
প্রতি মাসেই এই পুজো করলেও এই মাসে কৃষ্ণের আরাধনা করা গুরুত্বপূর্ণ।
যমুনা নদীতে স্নান করলে আশীর্বাদ পাওয়া যায়। কারণ কথিত আছে,যমুনা শ্রীকৃষ্ণের খুব প্রিয় একটি নদী।
এই মাসে কৃষ্ণ-বন্দনা করলে সব ইচ্ছে পূরণ হয়।