বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিয়ো স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব।
ভিডিয়োর হিস্ট্রি অন্যের সঙ্গে কেন শেয়ার করবেন?
আপনি কী দেখছেন, তা অন্য কেউ জানতে পারবে না।
তার জন্য এই বিষয়টি মাথায় রাখতে পারেন।
ভিডিয়োর হিস্ট্রি মুছতে প্রথমে অ্যাপের Settings-এ যান।
'Web History' অপশনটিতে ক্লিক করুন।
এখানেই আপনি ওই তালিকা ডিলিট করতে পারবেন।
হিস্ট্রি ডিলিট ক্লিক করলেই সেই তালিকা মুছে যাবে।