বর্তমানে অনেকেই Youtube ব্যবহার করেন।

বহু মানুষই YouTube Stories ব্যবহার করে পোস্ট করেন।

এতে কনটেন্ট আপডেট করতে পারতেন ক্রিয়েটররা।

ক্রিয়েটররা পোস্ট আপডেট করতে পারবেন না।

এই বার YouTube এই ফিচারটি বন্ধ করে দিচ্ছে।

আগামী 26 জুন-এর পর আর থাকবে না এই ফিচারটি।

ফিচারটির জনপ্রিয়তা কম থাকায় এই সিদ্ধান্ত নিয়েছে।

YouTube-এর এই ফিচারটি প্রথম 2018 সালে চালু করা হয়েছিল।

তবে YouTube Stories চিরতরে বন্ধ করে দেওয়া হবে বলেও জানিয়েছে কোম্পানি।