ফ্রুট কাস্টার্ড- নানারকম ফল দিয়ে বানানো কাস্টার্ড তৈরি করা হয়ে এইদিন। ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে স্বাদ হয় দ্বিগুণ।
খেচুরের হালুয়া- স্বাস্থ্যকর রেসিপি। দুধের মধ্যে খেজুর,চিনি, দারচিনি গুঁড়ো, কাজুবাদাম কুচনো, আমন্ড কুচনো গিয়ে ঘন করে রান্না করুন। জমাট হলে গরম গরম পরিবেশন করুন।
শাহি টুকরা- চিনির সিরাপে পাউরুটি ভিজিয়ে তুলে রাখুন। রাবড়ি তৈরি করে তাতে ডুবিয়ে রাখুন। গার্নিশ করুন ড্রাই ফ্রুটস দিয়ে।
শির খুরমা- ঈদের সবচেয়ে জনপ্রিয় রেসিপি। ঘিয়ের মধ্যে সিমাই ভাজুন। তাতে দুধ, চিনি, বাদাম, খেজুর দিয়ে ১৫-২০ মিনিট রান্না করুন।
সেমাই- ঈদের সবচেয়ে জনপ্রিয় ডেসার্ট। সিমাই, ঘি, চিনি, দুধ আর ড্রাই ফ্রুটস দিয়ে বানানো হয় অসাধারণ স্বাদের এই সেমাই।
কেশর ফিরনি- দুধ মধ্যে চাল দিয়ে ফুটিয়ে ঘন করুন। তাতে চিনি আর কেশর দিয়ে রান্না করুন। ঠান্ডা বা গরম খান।