ভারতে সম্প্রতি লঞ্চ হয়েছে Zebronics Zeb Yoga 3 ওয়্যারলেস নেকব্যান্ড ইয়ারফোন।
অ্যান্ড্রয়েড ও আইওএস, দু'ক্ষেত্রেই কাজ করবে এই ইয়ারফোন।
নেকব্যান্ড স্টাইলের এই ইয়ারফোনে রয়েছে দুটো ম্যাগনেটিক ইয়ারপিস।
কালো, নীল, সবুজ, কমলা- এই চারটি রঙে ভারতে লঞ্চ হয়েছে Zebronics Zeb Yoga 3 ওয়্যারলেস নেকব্যান্ড ইয়ারফোন।
রিলায়েন্স ডিজিটালে এই ইয়ারফোনের প্রাথমিক দাম ৬৯৯ টাকা। আর কোম্পানির সাইটে ১৮৯৯ টাকা।