Alipurduar: মা-ছেলের মাথায় পিস্তল ঠেকিয়ে অপহরণের চেষ্টার অভিযোগ, ধৃত প্রাক্তন সেনা জওয়ান

Alipurduar News: রবিবার দুপুর নাগাদ কুমারপাড়া গ্রামে লুকিয়ে রাখা পিস্তল নিতে আসাই কাল হল প্রাক্তন জওয়ানের। তাকে পিস্তল সহ আটক করার ঘটনা এলাকায় হইচই পড়ে যায়। জানা গিয়েছে, সোনাপুর ফাঁড়ির ওসি দেবাশিস দেব এসে পরিস্থিতি সামাল দেয় এবং ওই পিস্তল সহ দুইজনকে আটক করে ফাঁড়িতে নিয়ে যান।

Alipurduar: মা-ছেলের মাথায় পিস্তল ঠেকিয়ে অপহরণের চেষ্টার অভিযোগ, ধৃত প্রাক্তন সেনা জওয়ান
উদ্ধার হওয়া পিস্তলটি Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 07, 2025 | 6:28 PM

আলিপুরদুয়ার: মা ও নাবালক ছেলের মাথায় পিস্তল ঠেঁকিয়ে হুমকি ও অপহরণের চেষ্টার অভিযোগ এক প্রাক্তন সেনা জওয়ানের বিরুদ্ধে। রবিবার দুপুরে আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের কুমারপাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে।  গ্রামবাসীদের তৎপরতায় আটক হন প্রাক্তন জওয়ান মাখন রায়। তাঁর বাড়ি বীরপাড়া এলাকায়। পরবর্তীতে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

জানা গিয়েছে, শনিবার রাতে ওই এলাকায় এক বাড়িতে ঢুকে ওই নাবালকের মাথায় পিস্তল ঠেঁকিয়ে তাকে অপহরণের চেষ্টা করে বলে অভিযোগ। গ্রামবাসীরা তাকে আটক করে মারধর করেন। সোনাপুর ফাঁড়ির পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি করে। রবিবার দুপুরে ফের নিজের স্ত্রীকে নিয়ে ওই এলাকায় ফেলে আসা পিস্তল খুঁজতে যান প্রাক্তন জওয়ান। এদিন ফের গ্রামে ঢুকতে দেখে গ্রামবাসীরা তাঁকে উত্তমমধ্যম দেওয়ার পর পুলিশের হাতে তুলে দেন।

রবিবার দুপুর নাগাদ কুমারপাড়া গ্রামে লুকিয়ে রাখা পিস্তল নিতে আসাই কাল হল প্রাক্তন জওয়ানের। তাকে পিস্তল সহ আটক করার ঘটনা এলাকায় হইচই পড়ে যায়। জানা গিয়েছে, সোনাপুর ফাঁড়ির ওসি দেবাশিস দেব এসে পরিস্থিতি সামাল দেয় এবং ওই পিস্তল সহ দুইজনকে আটক করে ফাঁড়িতে নিয়ে যান।

প্রাক্তন জওয়ান মাখন রায় জানান, এই পিস্তলের লাইসেন্স তাঁর কাছে রয়েছে । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এ ব্যাপারে সোনাপুর ফাঁড়ির ওসি দেবাশিস দেব বলেন,যাকে আটক করা হয়েছে তিনি সেনাবাহিনীর প্রাক্তন জওয়ান। চাকরি ছেড়ে চলে এসে বেসরকারি চাকরি করছেন। উদ্ধার হওয়া পিস্তলের নাকি তার কাছে লাইসেন্স রয়েছে বলে পুলিশকে জানিয়েছেন। বিস্তারিত কাগজপত্র চাওয়া হয়েছে।