চড়চড়িয়ে বাড়ছে তরল সোনার দাম, মাথায় হাত আমজনতার, মন্দার বাজারে ক্ষতির সিঁদুরে মেঘ দেখছেন পেট্রলপাম্প মালিকরা

হাসিমারার পেট্রলপাম্পের ম্যানেজার অলোক মিত্র বলেন, "এভাবে চলতে থাকলে আমাদের হাতে কোনও উপায় নেই। বিগত এক সপ্তাহে ৫০ শতাংশ পেট্রলও বিক্রি হয়নি।"

চড়চড়িয়ে বাড়ছে তরল সোনার দাম, মাথায় হাত আমজনতার, মন্দার বাজারে ক্ষতির সিঁদুরে মেঘ দেখছেন পেট্রলপাম্প মালিকরা
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: May 12, 2021 | 5:49 PM

আলিপুরদুয়ার: ভোটপর্ব মিটতেই ঊর্ধ্বমুখী পেট্রল-ডিজেলের দাম। মে মাস জুড়ে মোট সাতবার দাম বাড়ল তরল সোনার (Petrol Diesel)। একে করোনা, তায় দোসর জ্বালানীর চড়া দাম। মাথায় হাত আমজনতার। বিপদের মুখে পড়েছেন খোদ পেট্রল পাম্পের মালিকরাও। ভোটপর্ব মেটার পরেই কোভিড নিয়ন্ত্রণে রাজ্যজুড়ে চলছে আংশিক লকডাউন (Lock Down)। ফলে পরিবহন ব্যবস্থায় মুনাফার গ্রাফটিও নিচের দিকেই। এর মধ্য়েই জ্বালানীর আগুন দামে দিশেহারা সকলে।

আংশিক লকডাউনের জেরে ইতিমধ্যেই বাস-ট্রামের ক্ষেত্রে ৫০ শতাংশ কমিয়ে আনা হয়েছে পরিষেবা। ফলে এমনিতেই যাত্রীবাহী গাড়ির সংখ্যা কম। তার মধ্যে ক্রমাগত পেট্রোপণ্য়ের দাম বাড়ায় গাড়ি না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন চালকেরা। মঙ্গলবার, কলকাতায় লিটার প্রতি ২৬ পয়সা বেড়ে পেট্রোলের (Petrol) দাম ছিল ৯১ টাকা ৯২ পয়সা। এর আগে ২০ ফেব্রুয়ারি  সর্বোচ্চ  ৯১.৭৮ টাকা দর উঠেছিল। ৩০ পয়সা বেড়ে লিটারপ্রতি ডিজেলের (Diesel) দাম দাঁড়িয়েছে ৮৫ টাকা ২০ পয়সা। বুধবার, পেট্রোলের দাম আরও ১ টাকা বেড়ে লিটারপ্রতি দাম হল ৯২ টাকা ৯২ পয়সা এবং ডিজেলের দাম বেড়ে হল ৮৬ টাকা ১৭ পয়সা।

কোভিড পরিস্থিতিতে কমেছে যাত্রী সংখ্যা। আকাশছোঁয়া পেট্রোপণ্যের দাম হওয়ায় লাভ তো দূর তেলের দামও  উঠছে না যাত্রীবাহী গাড়িগুলির। আলিপুরদুয়ারে (Alipurduar) কার্যত বন্ধ হয়ে গিয়েছে অটো বাস-সহ একাধিক যাত্রীবাহী গাড়ি। ফলে সমস্যায় পড়ছেন নিত্যযাত্রীরা। একইসঙ্গে ভাড়া বৃদ্ধির আশঙ্কা করার পাশাপাশি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃ্দ্ধিও হতে পারে এমনটাই অনুমান করছেন আমজনতা। মাথায় হাত পড়েছে পেট্রলপাম্পের মালিকদেরও। হাসিমারার পেট্রলপাম্পের ম্যানেজার অলোক মিত্র বলেন, “এভাবে চলতে থাকলে আমাদের হাতে কোনও উপায় নেই। বিগত এক সপ্তাহে ৫০ শতাংশ পেট্রলও বিক্রি হয়নি। রাস্তায় গাড়ি কমে গিয়েছে। দাম বেড়েছে পেট্রল-ডিজেলের। এই ভাবে চলতে থাকলে পেট্রল পাম্পই পুরোপুরি বন্ধ করে দিতে হবে।”

প্রসঙ্গত, বিগত সপ্তাহেই লাগাতার পেট্রোপণ্যের দামবৃদ্ধির বিরুদ্ধে আগামী ১৭মে থেকে লাগাতার অবস্থানে বসার ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ স্টেট বাস ও মিনিবাস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। উল্লেখ্য, শুধু বাংলায় নয়, গোটা দেশেই লাফিয়ে বেড়েছে পেট্রল ডিজেলের দাম।  রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির নয়া বিজ্ঞপ্তি অনুসারে, মুম্বইতে (Mumbai) পেট্রোলের দাম প্রতি লিটারে ২৬ পয়সা বেড়ে হয়েছে ৯৮টাকা ১২ পয়সা। ডিজেলের দাম প্রতি লিটারে হয়েছে ৮৯টাকা ৪৮ পয়সা। অন্যদিকে, মধ্য প্রদেশের ভোপালে পেট্রোলের দাম সেঞ্চুরি ছুঁয়েছে। বাদ যায়নি দিল্লিও (Delhi)। দিল্লিতেও হু হু করে বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম। রাজধানীতে বর্তমানে পেট্রোলের দাম ২৭ পয়সা বেড়ে প্রতি লিটারে হয়েছে ৯১টাকা ৮০পয়সা। অন্যদিকে,ডিজেলের দাম লিটারে ২০ পয়সা বেড়ে হয়েছে ৮২টাকা ৩৬ পয়সা। পাঁচ রাজ্যে ভোটপর্ব মিটতেই ধীরে ধীরে ফের চড়তে শুরু করেছে পেট্রোপণ্যের দাম। চাহিদা বাড়তে থাকার কারণে অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধি পাচ্ছে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ।

আরও পড়ুন: ৫ মিনিটেই অক্সিজেন পৌঁছবে রোগীর শরীরে, অর্ধেক দামের কনসেন্ট্রটর তৈরি করে সাড়া ফেললেন দুর্গাপুরের অধ্যাপক