তৃণমূলের বুথ সভাপতিকে কুপিয়ে খুনের অভিযোগ, উত্তপ্ত আলিপুরদুয়ার

ভোট পরবর্তী হিংসা অব্যাহত। তৃণমূলের বুথ সভাপতিকে কুপিয়ে খুনের অভিযোগ। ঘটনাকে ঘিরে উত্তেজনা আলিপুরদুয়ারের (Alipurduar) ১ নম্বর ব্লক মথুরা এলাকায়।

তৃণমূলের বুথ সভাপতিকে কুপিয়ে খুনের অভিযোগ, উত্তপ্ত আলিপুরদুয়ার
নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: May 05, 2021 | 10:58 AM

আলিপুরদুয়ার: ভোট পরবর্তী হিংসা অব্যাহত। তৃণমূলের বুথ সভাপতিকে কুপিয়ে খুনের অভিযোগ। ঘটনাকে ঘিরে উত্তেজনা আলিপুরদুয়ারের (Alipurduar) ১ নম্বর ব্লক মথুরা এলাকায়। মৃতের নাম দীপক রায়। তিনি আলিপুরদুয়ারের ১ নং ব্লক মথুরা এলাকার ১২/৪৪ নং বুথের তৃণমূলের বুথ সভাপতি পদে নিযুক্ত ছিলেন।

জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে বিয়ে বাড়ির অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন দীপক রায়। বাড়ি ফেরার পথে মথুরা সংলগ্ন এলাকায় তাঁকে আটকায় একদল দুষ্কৃতী। অতর্কিতে তাঁর ওপর ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তাঁর মুখে ও মাথাতেই গভীর ক্ষত তৈরি হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তৃণমূলের অন্যান্য কর্মীরা। তাঁরাই দীপককে উদ্ধার করে বাবুরহাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সোনাপুর ফাঁড়ি ও আলিপুরদুয়ার থানার পুলিশ। যান আলিপুরদুয়ার থানার আইসি অনিন্দ্য ভট্টাচার্য ও অতিরিক্ত জেলা পুলিশ সুপার অম্লান ঘোষ।

আরও পড়ুন: বেসামাল করোনা! ‘ল্যান্ডস্লাইড ভিকট্রি’ পেয়েও অনাড়ম্বর ও সংক্ষিপ্ত শপথগ্রহণ অনুষ্ঠান মমতার

খুনের ঘটনায় জড়িত থাকার সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছে আলিপুরদুয়ার থানার পুলিশ। খবর পেয়ে দলের অন্যান্য নেতৃত্বকে নিয়ে ঘটনাস্থলে যান আলিপুরদুয়ার জেলা তৃণমূল সভাপতি মৃদুল গোস্বামী। তাঁর অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা দীপক রায়কে পরিকল্পিতভাবে খুন করেছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।