জঙ্গলমহলের রেশন ব্যবস্থা খতিয়ে দেখলেন খাদ্য প্রতিমন্ত্রী

সাত সকালে জঙ্গলমহলের (Jangalmahal) রেশন ব্যবস্থা খতিয়ে দেখলেন খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি (Jyotsna Mandi)।

জঙ্গলমহলের রেশন ব্যবস্থা খতিয়ে দেখলেন খাদ্য প্রতিমন্ত্রী
নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: May 14, 2021 | 1:50 PM

বাঁকুড়া: সাত সকালে জঙ্গলমহলের (Jangalmahal) রেশন ব্যবস্থা খতিয়ে দেখলেন খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি (Jyotsna Mandi)। বাঁকুড়ার জঙ্গলমহলের রানিবাঁধ বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিট পেয়ে দ্বিতীয় বার নির্বাচিত হয়ে একেবারেই রাজ্যের গুরুত্বপূর্ন দফতরের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন তিনি।

বাঁকুড়ার থেকে একমাত্র মন্ত্রী তিনি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকেই বিশেষ গুরুত্ব দিয়েছেন জঙ্গলমহলকে। নিজেও যেমন বার বার প্রশাসনিক কাজে ছুটে গিয়েছেন জঙ্গলমহলের, তেমনি বিভিন্ন উন্নয়নের ডালি তুলে ধরেছেন তিনি। জঙ্গলমহলের আদিবাসী অধ্যুষিত এলাকার মানুষের উন্নয়নের জন্য আদিবাসী মহিলার হাতেই খাদ্য দফতরের দায়িত্ব তুলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বাঁকুড়ার জঙ্গলমহলের বিভিন্ন রেশন দোকান ঘুরে খতিয়ে দেখলেন সরকারি রেশন পরিষেবা। রেশন দোকানের স্টক মিলিয়ে নেওয়া, বিলি করা খাদ্য দ্রব্যের গুণগত মান খতিয়ে দেখেন তিনি। বাঁকুড়ার হিরবাঁধ ব্লকের ষাণ্ডি গ্রামে রেশন দোকানে গিয়ে বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন তিনি। রেশন ডিলারকে নির্দেশ দেন সাধারণ মানুষ যাতে রেশন পরিষেবা ঠিকঠাক পান।

আরও পড়ুন: শুনতে পাচ্ছি হিংসার সেকেন্ড ওয়েভ আসছে, বুকে গুলি খেয়েও ঘরছাড়াদের ফেরাব: রাজ্যপাল

পাশাপাশি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করার পরামর্শ দেন তিনি। গ্রামের মানুষের সাথে কথা বলে রেশন দোকানদার ভালো করছে কিনা এবং রেশন পরিষেবা ঠিক দিচ্ছে কিনা তা জানার চেষ্টা করেন তিনি। এইভাবেই খাদ্য দফতরের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়ে গ্রামের রেশন পরিষেবা খতিয়ে দেখতে গ্রামে ঘুরছেন মন্ত্রী জ্যোৎস্না মান্ডি।