Anubrata Mondal: ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই দফতরে পৌঁছলেন অনুব্রত

Anubrata Mondal: এর আগে গরু পাচার মামলায় গত ২৭ মে অনুব্রত মণ্ডলকে ডেকেছিল সিবিআই। সেদিন সিবিআই হাজিরা এড়িয়ে যান অনুব্রত। তাঁর হয়ে আইনজীবী চিঠি দেবেন সিবিআইকে।

Anubrata Mondal: ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই দফতরে পৌঁছলেন অনুব্রত
,সিবিআই দফতরে অনুব্রত মণ্ডল
Follow Us:
| Edited By: | Updated on: Jun 02, 2022 | 1:13 PM

কলকাতা: ভোট পরবর্তী হিংসা মামলায় বুধবার সিবিআই দফতরে হাজিরা দিলেন অনুব্রত মণ্ডল। বেলা ১২টা নাগাদ বীরভূমের তৃণমূল জেলা সভাপতিতে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার কথা ছিল। বুধবার সন্ধ্যাতেই কলকাতায় পৌঁছে যান অনুব্রত। বৃহস্পতিবার বেলা ১১.৪০ মিনিট নাগাদ তাঁর গাড়ি সিজিও কমপ্লেক্সে এসে পৌঁছয়।  গাড়ি ঘিরে ধরেন সাংবাদিকরা। প্রথমে বেশ কিছুক্ষণ গাড়ি থেকে বেরই হননি তিনি। তার কিছুক্ষণের মধ্যে দেহরক্ষীরা ভিড় ফাঁকা করেন। নিজেই গাড়ি ভিতর বসে হাত বাইরে বার করে সরে যাওয়ার জন্য ইশারা করতে থাকেন। প্রথমবার গাড়ি থেকে বেরিয়ে এসেও ভিতরে ঢুকে যান আবার। সিজিও কমপ্লেক্সের সামনে কার্যত বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। তাঁর আইনজীবীকে তাঁকে আগলে রেখে ভিতরে নিয়ে যান।

সিজিও কমপ্লেক্সে ঢোকার সময়ে সাংবাদিকদের একটিরও প্রশ্নের উত্তর দেননি তিনি। এর আগেও ভোট পরবর্তী হিংসা-সহ একাধিক মামলায় অনুব্রতকে তলব করেছিল সিবিআই। শেষ তলবের পর অনুব্রতর শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ১৫ দিন বিশ্রাম চেয়েছিলেন সিবিআই আধিকারিকদের থেকে। তবে ১৫ দিন হওয়ার আগেই ফের অনুব্রত মণ্ডলকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

এর আগে গরু পাচার মামলায় গত ২৭ মে যখন অনুব্রত মণ্ডলকে ডাকা হয়েছিল, তখনও সিবিআই হাজিরা এড়িয়ে যান তিনি। তাঁর হয়ে আইনজীবী চিঠি দেন সিবিআইকে। তাঁর আইনজীবীর বক্তব্য ছিল, অনুব্রত মণ্ডল এখনও শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ হন। সে সময়েও ১৫ দিন সময় চেয়েছিলেন অনুব্রত। কিন্তু সেই সময়সীমা শেষ হওয়ার আগেই তাঁকে ভোট পরবর্তী হিংসা মামলায় ফের তলব করা হয়।

গত বুধবারই আয় ব্যয়ের হিসাব নিয়ে নিজাম প্যালেসে গিয়েছেন তাঁর আইনজীবী। অনুব্রত মণ্ডলের সম্পত্তির তথ্য, ব্যাঙ্ক স্টেটমেন্ট জমা করেন তিনি।