Adivasi Woman Assaulted: ত্রিকোণ প্রেম! আদিবাসী মহিলাকে জঙ্গলে নিয়ে গিয়ে মারধর, গণধর্ষণের অভিযোগ বিজেপির
Birbhum Shock News: এই সময়কালেই সুকু সোরেন নামে এক ব্য়াক্তির সঙ্গে প্রণয়ের সম্পর্ক তৈরি হয় তাঁর। কিন্তু বিগত কয়েক মাস ধরেই সেই সম্পর্কেও ফাটল তৈরি হয়েছে। অন্য একজনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। সেই আক্রোশেই নিজের বন্ধু বাবলু টুডুকে নিয়ে গিয়ে মহিলার উপর চড়ান হন সুকু সোরেন। ইতিমধ্যেই তাঁদের দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বীরভূম: বাড়ি থেকে টেনেহিঁচড়ে নিয়ে গিয়ে আদিবাসী মহিলাকে মারধর, এমনই অভিযোগে উত্তাপ ছড়াল বীরভূমে। ঘটনা রবিবার সন্ধ্যার। সিউড়ির আমগাছি গ্রামে এক মহিলার বাড়িতে ঢুকে চড়াও হন দুই যুবক। তারপরই চলে অত্যাচার। ফাঁকা বাড়িতেই মহিলার গায়ে হাত তোলেন অভিযুক্তরা। চলে মারধর। কিন্তু তারপরেও ক্ষান্ত হননি তাঁরা।
ওই আদিবাসী মহিলাকে বাড়ি থেকে টেনেহিঁচড়ে নিয়ে যায় দেড় কিলোমিটার সেখানেও চলে বেধড়ক মারধর। মহিলার চিৎকার শুনে ছুটে আসে এলাকাবাসী। উদ্ধার করা হয় তাঁকে। খবর দেওয়া হয় সিউড়ি থানায়। আক্রান্ত মহিলাকে প্রথমে ভর্তি করা হয় সিউড়ি হাসপাতালে। পরে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার ১০টা ৪০ মিনিট নাগাদ বর্ধমানে মেডিক্য়ালে স্থানান্তর করা হয় ওই আক্রান্ত মহিলাকে। আপাতত সেখানেই অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে তাঁকে। পরিস্থিতিও এখন অনেকটাই স্থিতিশীল। কিন্তু কেন চলল এমন অত্যাচার? পুলিশ সূত্রে খবর, ত্রিকোণ প্রেমের আক্রোশেই চলেছে অত্যাচার। এই মহিলা বাড়িতে একাই থাকতেন। স্বামীর সঙ্গে বহুকাল যোগাযোগ নেই। এই সময়কালেই সুকু সোরেন নামে এক ব্য়াক্তির সঙ্গে প্রণয়ের সম্পর্ক তৈরি হয় তাঁর। কিন্তু বিগত কয়েক মাস ধরেই সেই সম্পর্কেও ফাটল তৈরি হয়েছে। অন্য একজনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। সেই আক্রোশেই নিজের বন্ধু বাবলু টুডুকে নিয়ে গিয়ে মহিলার উপর চড়ান হন সুকু সোরেন। ইতিমধ্যেই তাঁদের দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
তৈরি হয়েছে রাজনৈতিক উত্তাপ
আদিবাসী মহিলাকে মারধরের ঘটনায় উত্তাপ বেড়েছে রাজনৈতিক আঙিনায়। গেরুয়া শিবিরের দাবি, ওই মহিলাকে গণধর্ষণ করা হয়েছে। রবিবার সেই অভিযোগ তুলে পুলিশের সঙ্গে ব্য়াপক বচসায় জড়িয়ে পড়েন তাঁরা। স্থানীয় বিজেপি নেতা দীপক দাস বলেন, ‘রেফার করিয়ে দোষীদের আড়ালের চেষ্টা করছে ওরা। এই নিয়ে পুলিশের সঙ্গেও আমাদের বচসা হয়েছে। পুলিশের সংখ্যা প্রচুর, কাজের কাজে নেই। শুধু তোলাবাজিতে আছে, আর কিছুতে নেই।’ এই ঘটনায় তৃণমূলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।
