Bolpur Crime: পাথর খাদান কর্মী আর প্রাথমিক শিক্ষক, দুই বন্ধুকে খাদানের পাশেই অন্য ভাবে দেখলেন পড়শিরা

Bolpur Crime: বিষয়টি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে মহম্মদবাজার থানার পুলিশ।

Bolpur Crime: পাথর খাদান কর্মী আর প্রাথমিক শিক্ষক, দুই বন্ধুকে খাদানের পাশেই অন্য ভাবে দেখলেন পড়শিরা
খাদানে গুলি
Follow Us:
| Edited By: | Updated on: Dec 06, 2022 | 10:46 AM

বীরভূম: পাথর খাদান এলাকায় গুলি চালানোর অভিযোগ। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু এক পাথর খাদান কর্মীর। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য বীরভূমের মহম্মদবাজার এলাকায়। আহত আরও একজন ব্যক্তি। তিনি পেশায় প্রাথমিক শিক্ষক। বিষয়টি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে মহম্মদবাজার থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, মৃতের নাম ধানু শেখ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, মহম্মদবাজারের হাবড়া পাহাড়ি গ্রামের বাসিন্দা ধানু শেখ ও ধানা হাঁসদা। ধানু পাথর খাদানের কর্মী। আর ধানা পেশায় প্রাথমিক শিক্ষক। হাবরা পাহাড়ি গ্রামে পাথর খাদাবের পাশেই একটি ক্লাবে তাঁরা বসে গল্প করছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, কথা বলতে বলতে তাঁরা ক্লাব থেকে বেরিয়ে খাদানের সামনের রাস্তায় হাঁটছিলেন। অভিযোগ, সে সময় এক ব্যক্তি সাইকেলে এসে অতর্কিতে গুলি চালান। ধানু শেখের গুলি লাগে। গুলি ছুঁয়ে যায় ধানার শরীরও। দু’জনেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ধানু শেখকে মৃত বলে ঘোষণা করেন।

জানা যাচ্ছে, পেশায় প্রাথমিক শিক্ষক ধানার বন্ধু। আহত অবস্থায় প্রাথমিক শিক্ষককে সিউড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। তবে কী কারণে এই হামলা, সেই বিষয়টি স্পষ্ট। তবে মহম্মদবাজার থানার পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে, অভিযুক্ত পরিচিত। পুরনো কোনও শত্রুতার জেরেই এই হামলা বলে মনে করা হচ্ছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।