AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

World War 2: বিকট শব্দে কেঁপে উঠল বীরভূমের গ্রাম, দ্বিতীয় বিশ্বযুদ্ধের এত বছর পরও…

Birbhum-World War 2 Bomb: ধাতব বস্তু দেখার সঙ্গে সঙ্গেই তড়িঘড়ি সেটিকে ঘিরে ফেলে প্রশাসন। এই প্রাচীন বোমা উদ্ধার হওয়ার পর থেকেই এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছিল প্রশাসনের তরফে। কোনও ঝুঁকি নেওয়া হয়নি। স্থানীয় মানুষকে সেই জায়গা পরিত্যাগ করতেও অনুরোধ করা হয়। এক মাস সেখানে ছিল পুলিশি পাহারা।

World War 2: বিকট শব্দে কেঁপে উঠল বীরভূমের গ্রাম, দ্বিতীয় বিশ্বযুদ্ধের এত বছর পরও...
নিষ্ক্রিয় হল বোমাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Oct 22, 2025 | 10:57 PM
Share

বোলপুর: দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত বোমা নিষ্ক্রিয় করল কেন্দ্রীয় বাহিনী। বীরভূমের বোলপুরে নিষ্ক্রিয় করা হল সেই বোমা। বোমার শব্দে কেঁপে উঠল আশপাশের গ্রাম। বোলপুর থানার লাউদহ গ্রামে অজয় নদের পাড়ে এক মাস আগে জেলেদের নজরে আসে এক অচেনা সিলিন্ডারের মতো ধাতব বস্তু। অনুমান করা হয়, সেটাই আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা

ওই ধাতব বস্তু দেখার সঙ্গে সঙ্গেই তড়িঘড়ি সেটিকে ঘিরে ফেলে প্রশাসন। এই প্রাচীন বোমা উদ্ধার হওয়ার পর থেকেই এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছিল প্রশাসনের তরফে। কোনও ঝুঁকি নেওয়া হয়নি। স্থানীয় মানুষকে সেই জায়গা পরিত্যাগ করতেও অনুরোধ করা হয়। এক মাস সেখানে ছিল পুলিশি পাহারা। প্রশাসনের তরফে, আজ এক মাস পর কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে সেই বোমা নিষ্ক্রিয় করা হল। এত প্রাচীন একটি বোমা আজও কতটা সক্রিয় ছিল, তা দেখে হতবাক সকলেই। অবশেষে ভয়মুক্ত হন স্থানীয় গ্রামবাসীরা। তারা সকলেই প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন।

গত বছর ঝাড়গ্রামেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বোমা উদ্ধার করা হয়েছিল। ঝাড়গ্রামের গোপীবল্লভপুর থানার ভুলনপুর গ্রামে মাটি খুঁড়তে গিয়ে বেলনাকৃতির একটি বস্তু উদ্ধার হয়েছিল। খবর পেয়েই ঘটনাস্থলে গিয়েছিলেন প্রশাসনিক আধিকারিকেরা। ঘিরে ফেলা হয়েছিল ওই এলাকা। খবর পেয়ে আসে বম্ব স্কোয়াডও। পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় জানান, বোমা সফলভালে নিষ্ক্রিয় করা হয়েছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ঝাড়গ্রামের বালিভাসায় যুদ্ধবিমান নামার জন্য তৈরি করা হয়েছিল রানওয়ে। জানা যায় সেই সময় বিভিন্ন যুদ্ধবিমান ওজন কমানোর জন্য ওই এলাকায় বোমা নামিয়ে যেত। সেই সব বোমাই ঝাড়গ্রামে পড়েছিল বলে জানা যায়।