Cattle Smuggling Case: নজরে দেড় বিঘা জমি, অনুব্রতর সম্পত্তির খতিয়ান পেতে সিবিআই র‍্যাডারে ভারত সেবাশ্রমও?

Cattle Smuggling Case: অনুব্রত মণ্ডলের নামে বেনামে সম্পত্তির হদিশ পেতে তদন্ত চালাচ্ছে সিবিআই। সেই সূত্রেই তদন্তকারীদের হাতে উঠে এসেছে দেড় বিঘা জমি।

Cattle Smuggling Case: নজরে দেড় বিঘা জমি, অনুব্রতর সম্পত্তির খতিয়ান পেতে সিবিআই র‍্যাডারে ভারত সেবাশ্রমও?
ভারত সেবাশ্রমে সিবিআই
Follow Us:
| Edited By: | Updated on: Sep 20, 2022 | 12:21 PM

বীরভূম: বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের সম্পত্তির খতিয়ানের তদন্তে নেমে এবার সিবিআই-এর র‍্যাডারে ভারত সেবাশ্রমও। প্রসঙ্গত, গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যাকে শুক্রবার জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। তারপর বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালিয়েছেন সিবিআই আধিকারিকরা। সেই তালিকাতেই রয়েছে বোলপুরের ভারত সেবাশ্রমের মুলুক শাখা।

অনুব্রত মণ্ডলের নামে বেনামে সম্পত্তির হদিশ পেতে তদন্ত চালাচ্ছে সিবিআই। সেই সূত্রেই তদন্তকারীদের হাতে উঠে এসেছে দেড় বিঘা জমি। ওই দেড় বিঘা জমিরও বর্তমান মালিক অনুব্রত কন্যা সুকন্যা। ওই জমি কীভাবে হস্তান্তরিত হয়েছে, সেই প্রক্রিয়া প্রভাবিত হয়েছে কিনা, সেটাই খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

জানা যাচ্ছে, ভারত সেবাশ্রমের সুরুল মৌজায় একটি বড় জমি রয়েছে। সেই জমিটি অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মন্ডলের কোম্পানি দেড় কোটি টাকা মূল্য দিয়ে নিয়েছিল বলে তদন্তে জানা গিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে ভারত সেবাশ্রম এভাবে কোনও জমি বিক্রি করতে পারে না। সেক্ষেত্রে কীভাবে এই জমি নেওয়া হয়েছিল? প্রভাব খাটিয়ে নাকি এর পেছনে অন্য কোন কারণ রয়েছে? সেই বিষয়ে খতিয়ে দেখতেই সিবিআই আধিকারিকরা অভিযান চালিয়েছেন ভারত সেবাশ্রমে।

তদন্তে আরও জানা গিয়েছে, সুচিন্ত্যকুমার চট্টোপাধ্যায় নামে এক ব্যক্তি জনসেবামূলক কাজের জন্যই ভারত সেবাশ্রম সঙ্ঘের মুলুক শাখাকে ওই জমি দান করেছিলেন। সেই জমি কীভাবে দেড় কোটি টাকায় বিক্রি করা হল, তারই উত্তর পেতে চাইছেন তদন্তকারীরা।