Post Poll Violence: CBI ব়্যাডারে আরও এক অনুব্রত ঘনিষ্ঠ, ভোট পরবর্তী হিংসায় তলব লাভপুরের তৃণমূল বিধায়ককে

CBI in Post Poll Violence: বৃহস্পতিবার রাতে ফোন মারফত ডাকা হয়েছে তাঁকে। এখনও পর্যন্ত সূত্র মারফত যা খবর, আগামিকাল তিনি সিবিআই ক্যাম্প অফিসে যাবেন। তবে একের পর এক তৃণমূল নেতাকে সিবিআই তলবে অস্বস্তি বাড়ছে তৃণমূলের। অন্তত এমনই মত রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের।

Post Poll Violence: CBI ব়্যাডারে আরও এক অনুব্রত ঘনিষ্ঠ, ভোট পরবর্তী হিংসায় তলব লাভপুরের তৃণমূল বিধায়ককে
ভোট পরবর্তী হিংসায় তলব আরও এক বিধায়ককে
Follow Us:
| Edited By: | Updated on: Jun 03, 2022 | 1:12 PM

কলকাতা ও লাভপুর : ভোট পরবর্তী হিংসা মামলায় (Post Poll Violence) এবার আরও সক্রিয় কেন্দ্রীয় গোয়েন্দারা (CBI)। ডাক পড়েছে আরও এক তৃণমূল নেতার। বীরভূমের লাভপুরের তৃণমূল বিধায়ক অভিজিৎ সিনহাকে (TMC MLA Abhijit Sinha) আগামিকাল (শনিবার) ডেকে পাঠিয়েছে সিবিআই। তাঁকে দুর্গাপুরের সিবিআই ক্যাম্প অফিসে হাজিরার জন্য বলা হয়েছে। বিজেপি নেতা গৌরব সিনহা খুনের তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ডেকে পাঠিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। উল্লেখ্য, এই ঘটনায় গতকাল (বৃহস্পতিবার) বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। ২০২১ সালের বিধানসভা নির্বাচন শেষ হওয়ার পরপরই খুন হয়েছিলেন বীরভূমের ইলামবাজারের বিজেপি নেতা গৌরব সিনহা।

উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের নির্দেশে বিগত কয়েক মাস ধরেই জেলায় জেলায় ভোট পরবর্তী হিংসার তদন্ত চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। ইলামবাজারের বিজেপি নেতা খুনের ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছেন সিবিআই গোয়েন্দারা। সেই তালিকায় রয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, ইলামবাজার পঞ্চায়েত সমিতির মৎস কর্মাধ্যক্ষ সহ আরএ বেশ কয়েকজন স্থানীয় তৃণমূল নেতা। এবার গৌরব সিনহা খুনের ঘটনায় আরও এক তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদ করতে চলেছে কেন্দ্রীয় গোয়েন্দারা। এদিকে বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাসকেও একপ্রস্থ জিজ্ঞাসাবাদ সেরে নিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক নিজেই জানিয়েছেন, ইলামবাজারের ঘটনার জন্যই তাঁকে ডেকে পাঠানো হয়েছিল। বলেছিলেন, “আমার বিধানসভা কেন্দ্রে সিবিআই কেসের কোনও ঘটনা নেই। কোথায় বীরভূমের ইলামবাজারে কী হয়েছে, তার জন্যই এসব।”

ভোট পরবর্তী হিংসা মামলায় ক্রমেই চাপ বাড়ছে রাজ্যের শাসক দলের। রাজ্য রাজনীতিতে লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা, দলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের ‘কাছের লোক’ হিসেবেই পরিচিত। গতকাল, অনুব্রত মণ্ডলকে সিবিআইয়ের কলকাতা অফিসে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এবার বীরভূম জেলা তৃণমূলের ‘সেকেন্ড ম্যান’ হিসেবে পরিচিত অভিজিৎ সিনহা ( রানা )-কেও ডেকে পাঠাল সিবিআই। আগামিকাল তাঁকে দুর্গাপুরে সিবিআই ক্যাম্প অফিসে দেখা করার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে ফোন মারফত ডাকা হয়েছে তাঁকে। এখনও পর্যন্ত সূত্র মারফত যা খবর, আগামিকাল তিনি সিবিআই ক্যাম্প অফিসে যাবেন। তবে একের পর এক তৃণমূল নেতাকে সিবিআই তলবে অস্বস্তি বাড়ছে তৃণমূলের। অন্তত এমনই মত রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের।