Enforcement Directorate: সিউড়ির পাথর ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি ইডি-র, পার্থ ইস্যুতে নতুন কোন তথ্যের খোঁজ?

Enforcement Directorate: মঙ্গলবার রাতেই শান্তিনিকেতনের রতনপল্লির রতন কুঠিতে এসে পৌঁছেছে ইডি আধিকারিকদের দল। সকালে তাঁরা বেশ কয়েকটি টিমে বিভক্ত হয়ে একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছেন।

Enforcement Directorate: সিউড়ির পাথর ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি ইডি-র, পার্থ ইস্যুতে নতুন কোন তথ্যের খোঁজ?
সিউড়িতে পাথর ব্যবসায়ীর বাড়িতে ইডি আধিকারিকরা
Follow Us:
| Edited By: | Updated on: Aug 03, 2022 | 9:59 AM

বীরভূম: বীরভূম জেলার পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের বাড়িতে তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। ইডি আধিকারিকদের সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বাহিনী। সিউড়িতে পাথর ব্যবসা করেন টুলু মণ্ডল। তাঁর বাড়িতেই তল্লাশি চালাচ্ছেন আধিকারিকরা। জানা যাচ্ছে, টুলু মণ্ডল এলাকায় অনুব্রত ঘনিষ্ঠ বলেই পরিচিত। একাধিক জায়গায় অনুব্রত মণ্ডল, টুলু মণ্ডলকে একসঙ্গে দেখা গিয়েছে। অনুব্রতর বাড়িতেও দেখা যেত তাঁকে।

মঙ্গলবার রাতেই শান্তিনিকেতনের রতনপল্লির রতন কুঠিতে এসে পৌঁছেছে ইডি আধিকারিকদের দল। সকালে তাঁরা বেশ কয়েকটি টিমে বিভক্ত হয়ে একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছেন। সকালে ওই গেস্ট হাউজ় থেকে ১৪ টি গাড়ি বের হতে দেখা হয়েছে। তবে প্রত্যেকটি গাড়ির গন্তব্য এখনও স্পষ্ট নয়। মনে করা হচ্ছে, বিভিন্ন দলে বিভক্ত হয়ে ‘অপা’র সম্পত্তির তথ্যতালাশে রয়েছেন ইডি আধিকারিকরা। তাঁদেরই মধ্যে একটি দল পৌঁছেছে পাথর ব্যবসায়ীর বাড়িতে।

একটি টিম নানুরের উদ্দেশে গিয়েছে। আরেকটি টিম চূড়ান্ত গোপনীয়তা বজায় রেখে অভিযান চালাচ্ছে। এদিকে, কলকাতার সিজিও কমপ্লেক্স থেকতে চারটি গাড়িতে ইডি আধিকারিকরা বেরিয়েছেন। তাঁরা বর্তমানে বর্ধমানের উদ্দেশে যাচ্ছেন। মনে করা হচ্ছে, আজ ফের কোনও তল্লাশি চালাতে পারে ইডি। এদিকে, ১০ দিনের হেফাজত শেষে আজ আদালতে পেশ করা হবে পার্থ ও অর্পিতাকে। আদালতে পেশের আগে তথ্য প্রমাণ জোগাড়ে আরও তেড়েফুঁড়ে উঠেছে ইডি। গত ১০ দিনে কোন পথে এগোল তদন্ত? তা ইডি আধিকারিকদের জানাতে হবে আদালতে। তদন্তের স্বার্থে আদালতে কি ‘অপা’-র হেফাজতের মেয়াদ বাড়ানোর আবেদন করবে ইডি? নাকি এবার ‘অপা’-র ভাগ্যে হাজতবাস? সেটাই দেখার।