Mamata Banerjee in Bolpur: বিতর্কের মাঝেই অমর্ত্য সেনের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা

Mamata Banerjee in Birbhum: কিছুদিন আগেই ২০২৪-এর লোকসভা নির্বাচনে আঞ্চলিক দলগুলির প্রভাব এবং প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্ভাবনার কথা নিজেই বলেছিলেন অমর্ত্য সেন।

Mamata Banerjee in Bolpur: বিতর্কের মাঝেই অমর্ত্য সেনের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা
বিশ্বভারতী প্রসঙ্গে মমতা
Follow Us:
| Edited By: | Updated on: Jan 28, 2023 | 2:02 PM

কলকাতা: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের (Visva Bharati University) উপাচার্যের অভিযোগ ঘিরে যে বিতর্কের সূত্রপাত, সেই বিতর্ক স্তিমিত হয়নি এখনও। বিশ্বভারতীর জমি দখল করে আছেন বলে অভিযোগ তুলে অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে (Amartya Sen) একাধিক চিঠি পাঠিয়েছেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। এর মধ্যেই আবার অমর্ত্য সেনের নোবেল প্রাপ্তি ঘিরেও প্রশ্ন তুলে দিয়েছেন তিনি। সেই আবহে অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়িতে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রের খবর, দলীয় কর্মসূচি নিয়ে বোলপুরে যাচ্ছেন মমতা। তার মাঝেই অর্থনীতিবিদের বাড়ি যেতে পারেন তিনি।

কিছুদিন আগেই ২০২৪-এর লোকসভা নির্বাচনে আঞ্চলিক দলগুলির প্রভাব এবং প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্ভাবনার কথা নিজেই বলেছিলেন অমর্ত্য সেন। আর সম্প্রতি শান্তিনিকেতনে ফেরার পর থেকেই বিশ্ব ভারতীর সঙ্গে  টানা সংঘাত চলছে তাঁর। সেই আবহে মুখ্যমন্ত্রী নোবেলজয়ীকে পাশে থাকার বার্তা দেবেন বলেই মত বিভিন্ন মহলের। আগামী ৩১ জানুয়ারি বোলপুর যাচ্ছেন মমতা।

ইতিমধ্যে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর মন্তব্যের নিন্দা করেছেন তৃণমূল নেতা সৌগত রায়, সুখেন্দু শেখর রায়। এবার মমতা স্বয়ং শান্তিনিকেতনে দাঁড়িয়ে অমর্ত্য সেন বিতর্কে কী বলেন, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

অন্যদিকে আবার, অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর এই প্রথম বীরভূম সফরে যাচ্ছেন তিনি। তাই তাঁর কর্মসূচির দিকে নজর থাকবে রাজনৈতিক মহলের। পঞ্চায়েত নির্বাচনের আগে বীরভূম জেলায় মমতার সফরকে রাজনৈতিক দিক থেকেই গুরুত্ব দেওয়া হচ্ছিল আগেই, কিন্তু অমর্ত্য সেনকে নিয়ে বিতর্কের জেরে আপাতত প্রতীচি-তে যাওয়ার সম্ভাবনা বাড়ছে তৃণমূল সুপ্রিমোর। পাশাপাশি কঙ্কালী তলাতেও পুজো দিতে যাবেন মুখ্যমন্ত্রী। সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর বীরভূম সফর ঘিরে রীতিমত পারদ তুঙ্গে রাজনৈতিক এবং প্রশাসনিক মহলের।