Bolpur CBI: সুকন্যার সংস্থার জমি কেনা হয়েছিল, CBI নজরে এবার সেই প্রোমোটার

Cattle Smuggling Case: সিবিআই সূত্রে খবর, অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে বেশ কিছু টাকা দিয়েছিলেন রানা।

Bolpur CBI: সুকন্যার সংস্থার জমি কেনা হয়েছিল, CBI নজরে এবার সেই প্রোমোটার
রানা সরকার, কাউন্সিলর (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Oct 13, 2022 | 10:50 AM

বোলপুর: কেউ আত্মীয়, আবার কেউ নিছকই ‘ঘনিষ্ঠ’। গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে তদন্ত করতে গিয়ে একের পর এক নাম উঠে এসেছে তদন্তকারীদের হাতে। এবার সিবিআই-এর নজরে বোলপুরের প্রোমোটার রানা সরকার। বৃহস্পতিবার সিবিআই (CBI)-এর অস্থায়ী ক্যাম্পে হাজিরা দেন তিনি।

সিবিআই সূত্রে খবর, অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে বেশ কিছু টাকা দিয়েছিলেন রানা। শুধু তাই নয়, এই প্রোমোটারের হাত ধরেই কেষ্ট-কন্যা সুকন্যা মণ্ডলের কোম্পানি, বেশ কিছু জমি কিনেছিল বোলপুরেরই বাইপাস সংলগ্ন এলাকায়। সেই সংক্রান্ত বিষয় নিয়েই এ দিন রানাকে জিজ্ঞাসাবাদ করতে পারেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা।

প্রসঙ্গত, গত দু’মাস আগে বোলপুরের ১৯ নম্বর ওয়ার্ডের অনুব্রত ঘনিষ্ঠ কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। পাশাপাশি তাঁর অনুগামী ব্যবসায়ী সুদীপ রয়ের বাড়িতেও সিবিআই তল্লাশি চালায় তারা। গোয়েন্দা সূত্রে জানা যায়, বিশ্বজ্যোতি দিনের বেশিরভাগ সময় থাকতেন কেষ্টর বাড়িতে। অনুব্রতর কাজের দেখাশোনা করতেন তিনি। এরপর বিশ্বজ্যোতিকে আটক করেন গোয়েন্দারা। তারপর তাঁকে জিজ্ঞাসাবাদ করতেই উঠে আসে রানা সরকারের নাম।

উল্লেখ্য, বুধবার অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকে নোটিস পাঠিয়েছে সিবিআই। সুকন্যার সংস্থার নথি তলব করা হয়েছে। আগামী সোমবারের মধ্যে তা দেখাতে হবে সুকন্যাকে। পুজোর আগে বেশ কয়েকবার সিবিআই বোলপুরের অস্থায়ী ক্যাম্পে থেকেছে। সেখান থেকে আধিকারিকরা গরু পাচার মামলায় একাধিক জায়গায় অভিযান চালিয়েছেন। মূলত গরু পাচারের টাকা কোন খাতে ব্যবহৃত হত, অনুব্রতর নামে বেনামে সম্পত্তি ও তাঁর আত্মীয়দের সম্পত্তির উৎস জানতে তল্লাশি চালিয়েছেন তদন্তকারীরা। অনুব্রতর ব্যাঙ্কের লেনদেনের ওপর নজর রয়েছে তাঁদের।