AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

World War II Bomb: এক মাসে দু’বার! ফের অজয় নদ থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিরাট বোমা

World War II Bomb Recovered: খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে ছুটে আসে বোলপুর থানার পুলিশ। তাঁরা এসে প্রথমেই গোটা এলাকা ঘিরে ফেলে। এলাকায় চলতে থাকে পুলিশি টহল। খবর যায় বোম্ব স্কোয়াডেও। এলাকার বাসিন্দারা বলছেন অজয় নদ থেকে লাগাতার বালি তোলার ফলেই নিচে আটকে থাকা বোমাগুলি উপরে উঠে আসছে।

World War II Bomb: এক মাসে দু’বার! ফের অজয় নদ থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিরাট বোমা
ব্যাপক চাঞ্চল্য এলাকায় Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Oct 24, 2025 | 11:49 PM
Share

বোলপুর: ফের অজয় নদে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের বোমা উদ্ধার। ঘটনাকে কেন্দ্র করে ব্য়াপক চাঞ্চল্য এলাকায়। এ নিয়ে এক মাসের মধ্যে দু’বার একই ঘটনা। বুধবার আগের উদ্ধা হওয়া বোমাটিকে নিষ্ক্রিয় করা হয়। বৃহস্পতিবার জেলেদের জালে জড়িয়ে গেল আরও একটি বোমা। এদিন বোমাটি উদ্ধার হয় জাহানাবাদ সংলগ্ন অজয় নদ থেকে। উদ্ধারের খবর চাউর হতেই আশপাশের এলাকা থেকে প্রচুর মানুষ ভিড় জমান বোমা দেখতে। তৈরি হয় আতঙ্কের আবহ।

খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে ছুটে আসে বোলপুর থানার পুলিশ। তাঁরা এসে প্রথমেই গোটা এলাকা ঘিরে ফেলে। এলাকায় চলতে থাকে পুলিশি টহল। খবর যায় বোম্ব স্কোয়াডেও। এলাকার বাসিন্দারা বলছেন অজয় নদ থেকে লাগাতার বালি তোলার ফলেই নিচে আটকে থাকা বোমাগুলি উপরে উঠে আসছে। তাই প্রায়শই আটকে যাচ্ছে জেলেদের জালে। 

এর আগে লাউদহ গ্রাম সংলগ্ন অজয় নদ থেকে উদ্ধার হয়েছিল আরও একটি বোমা। বুধবারই সেটিকে নিষ্ক্রিয় করা হয়। তার জন্য বড়-গভীর গর্ত করে সেটিকে পুঁতে ফেলা হয়। উপরের অংশও বালির বস্তা দিয়ে ঘিরে ফেলা হয়েছিল। তারপরই ঘটনা হয় বিস্ফোরণ। বিস্ফোরণের তীব্র রীতিমতো কেঁপে ওঠে এলাকা। চারপাশ ঢাকা পড়ে কালো ধোঁয়া। কাছে ঘেঁষতে দেওয়া হয়নি সাধারণ মানুষকে। যদিও রীতিমতো শোরগোল ছিল গোটা এলাকাতেই। এ ঘটনার কিছু সময়ের মধ্যেই ফের বোমা উদ্ধারের খবরে স্বভাবতই শুরু হয়েছে চাঞ্চল্য। বৃহস্পতিবার উদ্ধার হওয়া বোমাটিকে আপাতত নদীর চড়ে পুঁতে রাখা হয়েছে।