New Controversy: অনুব্রতর জেলায় নতুন ‘দাপুটে’? এবার বিরোধীদের মাজা ভাঙার নিদান দিলেন তৃণমূল নেতা

Birbhum: শুক্রবার বীরভূমের রামপুরহাট পাঁচ মাথার মোড়ে তৃণমূলের বিক্ষোভ সমাবেশ ছিল। সেখান থেকেই এই নিদান আসে।

New Controversy: অনুব্রতর জেলায় নতুন 'দাপুটে'? এবার বিরোধীদের মাজা ভাঙার নিদান  দিলেন তৃণমূল নেতা
মঞ্চে তৃণমূল নেতা ত্রিদিব ভট্টাচার্য।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 12, 2022 | 9:23 PM

বীরভূম: বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল আপাতত সিবিআইয়ের হেফাজতে। তাঁর বচন যেমন হইহই ফেলে, একইসঙ্গে তৈরি করে বিতর্কও। তাঁর গ্রেফতারির পর এবার তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার সাধারণ সম্পাদক ত্রিদিব ভট্টাচার্যের বক্তব্যে তৈরি হল বিতর্ক। বিরোধীদের কেউ যদি অশালীন কোনও মন্তব্য করে, তা হলে মেরে মাজা ভেঙে দেওয়ার নিদান দিলেন ত্রিদিব।

শুক্রবার বীরভূমের রামপুরহাট পাঁচ মাথার মোড়ে তৃণমূলের বিক্ষোভ সমাবেশ ছিল। সেখানে বক্তব্য রাখার সময় ত্রিদিব ভট্টাচার্যকে বলতে শোনা যায়, “যত অত্যাচার করবেন, যত অনুব্রত মণ্ডলদের গ্রেফতার করবেন, তৃণমূল কংগ্রেস কর্মীরা তত বেশি রাস্তায় নামবে। সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে আছে। কয়েকটা নেংটি ইঁদুরকে দেখছিলাম টিভির সামনে বক্তব্য রাখছে। স্পষ্ট বলে দিচ্ছি, তৃণমূল কংগ্রেস কর্মীরা মরে যায়নি। রাস্তাঘাটে যদি কোনও বিরোধী দলের কেউ অশালীন মন্তব্য, অশালীন কথাবার্তা বলে, তৃণমূল কংগ্রেসের কর্মীরা পিটিয়ে মাজা ভেঙে দেবে। মনে রাখবেন তৃণমূল মরে যায়নি। মানুষের নির্বাচনে নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছে।”

এ প্রসঙ্গে বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন, “তৃণমূলের বেতাজ বাদশা, কাগজের বাঘ যখন নিজের জালে ফেঁসে গিয়ে সিবিআইয়ের জালে ঢুকে গেছে। তখন নিজেদের জায়গা ঠিক রাখার জন্য রামপুরহাটের ত্রিদিব ভট্টাচার্য কিংবা ইলামবাজারের দুলাল রায়েরা চাইছে হাওয়া গরম করতে। আসলে ওরা ভাবছে এসব বলে তৃণমূলের জেলা সভাপতির জায়গাটা যদি নেওয়া যায়। ত্রিদিববাবুদের বলব, সে হতে চান হন, কিন্তু বিজেপির মাজা ভাঙতে গেলে আগে নিজেদের মাজাগুলো শক্ত করুন। বাংলার মানুষ তথা বীরভূমের মানুষ সমস্ত কিছু দেখছে।”

আরও পড়ুন: 19,867.8 MHz স্পেকট্রাম অধিগ্রহণ করে ভারতীয়দের জন্য 5G বিপ্লব ঘটাতে চলেছে এয়ারটেল