CM Mamata Banerjee: ‘ফাইনাল লিস্ট তৈরির পরের দিনই…’ বিজেপির তুলোধনা করে SIR নিয়ে কোন ‘প্ল্যানের’ ইঙ্গিত মমতার?
SIR in Bengal: মমতার দাবি, বিজেপির হাতে রাজ্য গেলে বাংলাটা শেষ হয়ে যাবে। বলেন, “বিজেপির হাতে রাজ্য গেলে আপনার অস্তিত্ব থাকবে না, আপনার সম্মান খাকবে না, আপনার ঠিকানা থাকবে না। বাংলাটা ডিটেনশন ক্যাম্পে পরিণত হবে।” তবে বাংলায় কোনওভাবেই তিনি ডিটেনশন ক্যাম্প করতে দেবেন না বলে এদিন ফের একবার সোচ্চারে বলেন।

কোচবিহার: ছাব্বিশের নির্বাচনে রাজবংশী ভোটে নজর তৃণমূল কংগ্রেসের? এসআইআর আবহে কোচবিহারের রাসমেলা ময়দানে বড়সড় জনসভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে উঠেই কেন্দ্রীয় বঞ্চনা থেকে বন্দেমাতরম বিতর্ক নানা ইস্যুতে কথা বললেন। সঙ্গে একইসঙ্গে বিগত কয়েকদিনের মতোই সুর চড়ালেন এসআইআর নিয়েই। মমতার সাফ কথা, “সামনে নির্বাচন রয়েছে। তাই সবটাই প্ল্য়ান করে করেছে।”
মঞ্চ থেকে এসআইআর প্রসঙ্গে বলতে গিয়ে মমতা বলেন, “নির্বাচনের সময় সংখ্যালঘু ভোট ভাগ করার চেষ্টা করছেন কোটি কোটি টাকা খরচ করে। এসআইআরে সবাই নাম তুলবেন। কারণ এটা ওদের চালাকি। সামনে নির্বাচন রয়েছে। তাই প্ল্য়ান করে করেছে। যদি আমরা না করি তাহলে ওরা রাষ্ট্রপতি শাসন করে ভোট করবে।” কেন তিনি পুরো বিষয়ে প্ল্য়ান বলছেন এদিন তার ব্যখ্যাও দেন তিনি। বলেন, “ফাইনাল লিস্ট তৈরি করেই পরের দিন নির্বাচন ঘোষণা করে দেবে যাতে কেউ আদালতে যেতে না পারে। কোর্টের ব্যাপার আমি কোর্টের উপর ছেড়ে দিচ্ছি। কিন্তু রাজনৈতিক লড়াই আমরা রাজনৈতিকভাবেই লড়ব।”
মমতার দাবি, বিজেপির হাতে রাজ্য গেলে বাংলাটা শেষ হয়ে যাবে। বলেন, “বিজেপির হাতে রাজ্য গেলে আপনার অস্তিত্ব থাকবে না, আপনার সম্মান খাকবে না, আপনার ঠিকানা থাকবে না। বাংলাটা ডিটেনশন ক্যাম্পে পরিণত হবে।” তবে বাংলা কোনওভাবেই যে ডিটেনশন ক্যাম্প করতে দেওয়া হবে না তা ফের একবার জোর দিয়ে বলেন তিনি। হুঙ্কার দিয়ে বলেন, “ডাবল ইঞ্জিন সরকার উত্তর প্রদেশ, অসমে ডিটেনশন ক্যাম্প চালু করেছে। কিন্তু আমরা এখানে আমরা এনআরসি করতে দেব না। কোনও ডিটেনশন ক্যাম্প হবে না।” পাল্টা তোপ দাগছে বিজেপি। বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার খোঁচা দিয়ে বলছেন, “এ কী অদ্ভুত কথা। যুদ্ধ শুরুর আগেই উনি হেরে গেলেন। এখন থেকে হারের কারণ হিসাবে প্রতিক্রিয়া দিচ্ছেন।”
