কোচবিহার: তিস্তার নৌকাডুবিতে এখনও নিখোঁজ দ্বাদশ শ্রেণির ছাত্র। বলরাম মণ্ডল নামে ওই ছাত্রের খোঁজে রাতভর চলেছে তল্লাশি। মেখলিগঞ্জে তিস্তা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটে। ১৬ জনকে উদ্ধার করা সম্ভব হলেও ১ জন এখনও নিখোঁজ। বলরামের খোঁজে নেমেছে স্পিড বোট । চলছে উদ্ধার কাজ । নৌকাডুবির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য কোচবিহার জেলার মেখলিগঞ্জে। বৃহস্পতিবার রাত ৮ টা নাগাদ মেখলিগঞ্জ ব্লকের ৪০ নিজতরফে নৌকা ডুবির ঘটনা ঘটে বলেই স্থানীয়রা জানান। সেই নৌকাতে ১৭ জন কৃষক-সহ ১২৩ বস্তা বাদাম ছিল। নৌকা ডুবে যাওয়ার পর ১৬ জন মানুষকে সুস্থ ভাবে পাওয়া গেলেও, একজনকে খুজেঁ পাওয়া যায়নি।
উদ্ধার হওয়া ১৬ জনের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাঁরা জানিয়েছেন, জলের তোড়েই ভেসে গিয়েছে বলরাম। তাঁকে টেনে আনার মতো অবস্থাও তাঁদের ছিল না। রাতভর তল্লাশিতেও বলরামকে খুঁজে পাওয়া যায়নি।
মেখলিগঞ্জের বিডিও অরুণ কুমার সামন্ত, মেখলিগঞ্জের ওসি রাহুল তালুকদার, মেখলিগঞ্জের সিআই পূরণ রাই, সিভিল ডিফেন্সের কর্মী ও আধিকারিকরা ঘটনাস্থলে রয়েছেন। বিএসএফের স্পিড বোট ও অন্যান্য নৌকা দিয়ে এখনও তল্লাশি চলছে জোরকদমে।
কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে. তা এক প্রত্যক্ষদর্শীর কথায় উঠে এসেছে। তিনি বলেন, “নৌকাটা মোটামুটি তখন ডাঙার কাছাকাছি এসে গিয়েছে। মাথাটা প্রায় ডাঙা ছুঁই ছুঁই। পিছনটাই হঠাৎ উল্টে যায়। একেবারে অন্ধকার তো। কতদূর কী ডুবেছে বুঝতে পারেনি কেউই। হুড়মুড়িয়ে সব জলে গিয়ে পড়ে। ১৬ জন উঠে এসেছে। বলরাম মণ্ডল নামে একজনকে পাওয়া যাচ্ছে না।” প্রথমে মনে করা হয়েছিল বলরাম নৌকার মাঝি। পরে জানা যায়, ও দ্বাদশ শ্রেণির ছাত্র।