Udayan guha: ‘আগে CBI-ED-নির্বাচন কমিশনকে BJP-র ঝান্ডা ধরাক’,মনোজকে পরামর্শ উদয়নের

এই ঘটনার পর এবার মুখ খুললেন দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। তাঁর বক্তব্য, বিডিও-কে তৃণমূলের ঝান্ডা ধরাও আপত্তি নেই। তবে তার আগে মনোজ টিজ্ঞা যেন নির্বাচন কমিশন, ইডি, সিবিআই-কে বিজেপির পতাকা ধরান।

Udayan guha: আগে CBI-ED-নির্বাচন কমিশনকে BJP-র ঝান্ডা ধরাক,মনোজকে পরামর্শ উদয়নের
উদয়ন গুহImage Credit source: Tv9 Bangla

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Nov 02, 2025 | 6:39 AM

কোচবিহার: ত্রাণ বিলি নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ। মাদারিহাটের বিডিওর ঘরে ঢুকে তাঁকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে বিজেপি সাংসদ মনোজ টিজ্ঞার বিরুদ্ধে। টেবিল চাপড়ে বিডিওকে তৃণমূলের ঝান্ডা ধরতে বলে বলতে শোনা গিয়েছে মনোজকে। এই ঘটনার পর এবার মুখ খুললেন দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। তাঁর বক্তব্য, বিডিও-কে তৃণমূলের ঝান্ডা ধরাও আপত্তি নেই। তবে তার আগে মনোজ টিজ্ঞা যেন নির্বাচন কমিশন, ইডি, সিবিআই-কে বিজেপির পতাকা ধরান।

ও শুনলাম বিডিও-কে বলেছেন আপনি চেয়ার ছেড়ে তৃণমূলের পতাকা ধরুন। আমি ওকে বলছি, তুমি মনোজ টিজ্ঞা বিডিও-র হাতে পতাকা ধরিয়ে দাও আপত্তি নেই। কিন্তু তোমার সৎ সাহস থাকে, তোমার মধ্যে যদি বিন্দুমাত্র সততা থাকে তাহলে বিডিওর হাতে তৃণমূলের পতাকা ধরানোর আগে তুমি গিয়ে বিজেপির পতাকা নির্বাচন কমিশন, সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্সের হাতে ধর মনরিয়ে দাও। তারপর বিডিও-কে তৃণমূলের পতাকা ধরাবেন।

প্রসঙ্গত, উত্তরবঙ্গে ভয়াবহ বন্যা হয় সম্প্রতি। ঘর-বাড়ি ভেঙে গিয়ে একেবারে ভয়াবহ দশা হয়। প্রচুর মানুষের মৃত্যু হয়। ত্রাণ শিবিরে আশ্রয় নেন অনেকে। এখনও অনেকে রয়েছেন এই ত্রাণ শিবিরে। এই পরিস্থিতিতে ত্রাণ নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন সাংসদ মনোজ টিজ্ঞা। টেবিল চাপড়ে বিডিওকে বলেন, “বিডিওগিরি করতে হলে বিডিওগিরি করুন। আর পার্টি করতে হলে তৃণমূলের ঝান্ডা নিয়ে ঘুরুন।” সাংসদের এই ভিডিয়োই কার্যত এখন ভাইরাল। তবে সাংসদের সঙ্গে থাকা বিজেপি নেতাদের দালি, প্রথম থেকেই বিডিও তাঁদের সঙ্গে রীতিমতো অভব্য আচরণ করেছিলেন। সেই কারণে তাঁরা প্রতিবাদ করেছিলেন।