Udayan Guha: মানুষকে বোকা বানালে আরও ঢিল ছুড়তে পারে, বন্দে ভারত বিতর্কে উদয়নের ‘নয়া তত্ত্ব’

Coochbehar: উদয়ন গুহ বলেন, ১৬০ কিলোমিটার বেগে যে গাড়ি চলার কথা, তা যদি হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি আসতে যদি ৮ ঘণ্টা সময় নেয়, মানুষ মেনে নেবে না। হাইস্পিড গাড়ির ভাড়া নিয়ে লোকে কেন সাধারণ গাড়িতে চড়বে?

Udayan Guha: মানুষকে বোকা বানালে আরও ঢিল ছুড়তে পারে, বন্দে ভারত বিতর্কে উদয়নের 'নয়া তত্ত্ব'
উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ।
Follow Us:
| Edited By: | Updated on: Jan 06, 2023 | 3:54 PM

কোচবিহার: বন্দে ভারত এক্সপ্রেসে (Vande Bharat Express) পাথর ছোড়া প্রসঙ্গে বিস্ফোরক উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। মানুষকে বোকা বানালে আরও এমন ঘটনা ঘটতে পারে বলে মন্তব্য উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর। সাধারণ গাড়িকে বন্দে ভারত নাম দিয়ে সাধারণ মানুষকে বোকা বানানোর চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেন উদয়ন গুহ। তাঁর কথায়, ঢিল ছোড়ার ঘটনা কখনওই সমর্থন করা যায় না। তবে মানুষের ভিতর অনেক ক্ষোভ, রাগ থেকে এগুলো করে ফেলেন। কোচবিহারের নিউটাউনে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে দিদির রক্ষাকবচ কর্মসূচির সূচনা ছিল শুক্রবার। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের জবাবে উদয়ন গুহ বলেন, ১৬০ কিলোমিটার বেগে যে গাড়ি চলার কথা, তা যদি হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি আসতে যদি ৮ ঘণ্টা সময় নেয়, মানুষ মেনে নেবে না। হাইস্পিড গাড়ির ভাড়া নিয়ে লোকে কেন সাধারণ গাড়িতে চড়বে? এসব ভাঁওতাবাজি বলে মন্তব্য করেন তিনি।

উদয়ন গুহর কথায়, “এটা তো নতুন কিছু না। এর আগেও বহু ট্রেনে স্টপেজের দাবিতে বিভিন্ন জায়গায় পাথর ছোড়া হয়েছে। আর সাধারণ গাড়িকে বন্দে ভারত নাম দিয়ে তার ভাড়া নিয়ে মানুষের পকেটে যদি বন্দে করে দেওয়া হয় তা হলে তো এই ধরনের ঘটনা আরও ঘটতে পারে। ১৬০ কিলোমিটার বেগে গাড়ি চলবে। অথচ হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি আসতে ৮ ঘণ্টা সময় লাগবে। কোন নামতায় ওটা ১৬০ কিলোমিটার? ভাড়া নেবে তুমি হাইস্পিড গাড়ির, আর গাড়ি আসবে কমে, তাতে তো ক্ষোভ হবেই। এসব ভণ্ডামি, বুজরুকি বাদ দিয়ে সত্যি কথাটা মানুষের সামনে তুলে ধরুক। ভোট আসলে এ গাড়ি ও গাড়ি, অমুক তমুক নানারকম ভাঁওতাবাজি মানুষ আর সহ্য করছে না। তাই এসব হচ্ছে। একটা সাধারণ ট্রেন দিয়ে বাইরে চকচকে ভাব রেখে মানুষের পকেট কাটার কোনও যুক্তি খুঁজে পাচ্ছি না। সুপার ফাস্টের টাকা নিয়ে বামনহাট আলিপুরদুয়ার জংশনের মতো। এতে তো মানুষের মধ্যে ক্ষোভ হচ্ছে।”

তবে একইসঙ্গে ঢিল ছোড়া যে তিনি সমর্থন করছেন না তাও স্পষ্ট জানিয়েছেন। উদয়ন গুহর কথায়, “ঢিল যারা ছুড়ছে তারা ঠিক করছে না।” তবে মানুষ ক্ষোভে এসব করছেন বলে জানিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। এ বিষয়ে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, “বন্দে ভারত এই মুহূর্তে দেশের গতির প্রতীক। বন্দে ভারতের কোন কোচটা পুরনো, যেটা রং করে নতুন করে চালানো হচ্ছে? প্রমাণ করে দিক না। এসব অবাস্তব তথ্য দিয়ে কেন্দ্রের নামে কুৎসা করে লাভ হবে না। একটা দায়িত্বজ্ঞানহীন দলের প্রতিনিধি এসবই তো বলবেন। তবে ওনারাই যে পাথর ছোড়ায় মদত দিচ্ছেন এই সত্যিটা উদয়ন গুহ প্রতিষ্ঠা করে দিলেন।”

বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক অবস্থান কতটা পাল্টেছে ভারতের?
বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক অবস্থান কতটা পাল্টেছে ভারতের?
সুনীতায় মাথায় ফ্লুয়িড জমছে! কবে ফিরতে পারবেন, এখন কেমন আছেন তিনি?
সুনীতায় মাথায় ফ্লুয়িড জমছে! কবে ফিরতে পারবেন, এখন কেমন আছেন তিনি?
দর দর করে ঘাম, কিছুক্ষণেই মৃত্যু! মারণ রোগে প্রাণ হারাচ্ছে শিশুরা
দর দর করে ঘাম, কিছুক্ষণেই মৃত্যু! মারণ রোগে প্রাণ হারাচ্ছে শিশুরা
জিরো ডিগ্রিতেও পথে নামছেন হাজার হাজার মানুষ, পুতিনের দেশে কী হচ্ছে?
জিরো ডিগ্রিতেও পথে নামছেন হাজার হাজার মানুষ, পুতিনের দেশে কী হচ্ছে?
বাংলাদেশ থেকে কীভাবে হয় অনুপ্রবেশ?
বাংলাদেশ থেকে কীভাবে হয় অনুপ্রবেশ?
শাসক বদলের সঙ্গেই কী বদলে গেল বাংলাদেশ?
শাসক বদলের সঙ্গেই কী বদলে গেল বাংলাদেশ?
দুর্গাপুজো মাতিয়েছে পুজোয় পালস, সঙ্গী পালস ক্যান্ডি
দুর্গাপুজো মাতিয়েছে পুজোয় পালস, সঙ্গী পালস ক্যান্ডি
বাংলাদেশ ইস্যুতে দলের শীর্ষ নেতৃত্বকে কী বার্তা দিলেন রুদ্রনীল ঘোষ?
বাংলাদেশ ইস্যুতে দলের শীর্ষ নেতৃত্বকে কী বার্তা দিলেন রুদ্রনীল ঘোষ?
ভারত থেকে জন্ম নেওয়া এমন বাংলাদেশ আমরা চাই না―বলছে মায়াপুর
ভারত থেকে জন্ম নেওয়া এমন বাংলাদেশ আমরা চাই না―বলছে মায়াপুর
ভারতে বাংলাদেশি অনুপ্রবেশ ঘটলে কার উপর দায় বর্তায়? বুঝিয়ে দিলেন কুণাল
ভারতে বাংলাদেশি অনুপ্রবেশ ঘটলে কার উপর দায় বর্তায়? বুঝিয়ে দিলেন কুণাল