হাজারের বেশি সংক্রমণ মাত্র ১টি জেলায়, ২৪ ঘণ্টায় একধাক্কায় জলপাইগুড়িতে বাড়ল মৃত্যু

সোমবার নতুন করে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৮৮৭ জন। মৃত্যু হয়েছে ১০৩ জনের। একই সময়ের মধ্যে করোনা মুক্ত হয়েছেন ১৪ হাজার ৩৫২ জন। সুস্থতার হার ৯৬.৯৮ শতাংশ। নমুনা পরীক্ষা হয়েছে ৬০ হাজার ১০৯ টি।

হাজারের বেশি সংক্রমণ মাত্র ১টি জেলায়, ২৪ ঘণ্টায় একধাক্কায় জলপাইগুড়িতে বাড়ল মৃত্যু
অলংকরণ-অভীক দেবনাথ
Follow Us:
| Updated on: Jun 08, 2021 | 12:11 AM

করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় সবচেয়ে খারাপ পর্ব পেরিয়ে ক্রমেই সু্স্থতার পথে এগোচ্ছে বাংলা। ৪১ দিন পর গত মঙ্গলবার প্রথমবার দৈনিক আক্রান্তের সংখ্যা নেমেছে ১০ হাজারের নীচে। জেলায় জেলায় দ্রুতগতিতে কমছে সংক্রমণ। একটি বা দু’টি জেলা বাদ দিলে বাকি সব জেলায় কার্যত সক্রিয় রোগীর সংখ্যা কমছে হু-হু করে। রাজ্যে সব জেলায় সংক্রমণের গ্রাফ নিম্নমুখী। যদিও মৃত্যুর হার এখনও কিছুটা চিন্তার কারণ হয়ে রয়েছে। তবে আগামী সময় সেটাও কমে আসবে বলেই আশা করা হচ্ছে। একনজরে দেখে নিন রাজ্যের সামগ্রিক সংক্রমণের ছবিটা কেমন।

দেখে নিন আপনার জেলায় করোনা সংক্রমণের ছবিটা ঠিক কেমন…

আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ১০৭। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৪। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২২০ জন। রবিবার মৃত-০, সোমবার মৃত-০।

কোচবিহার– গতকাল আক্রান্ত ২০২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৩৭। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৬৬ জন। রবিবার মৃত-১, সোমবার মৃত-০।

দার্জিলিং– গতকাল আক্রান্ত ৪৩৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৩৫। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭১৪ জন। রবিবার মৃত-৩, সোমবার মৃত-০।

কালিম্পং– গতকাল আক্রান্ত ৬২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২০। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০২ জন। রবিবার মৃত-০, সোমবার মৃত-০।

জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ৫৪৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৮৬। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮২৭। রবিবার মৃত-৩, সোমবার মৃত-১০।

উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ১০২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৯। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৯৩ জন। রবিবার মৃত-৩, সোমবার মৃত-১।

দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ৮৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৬। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৬৪ জন। রবিবার মৃত-১, সোমবার মৃত-৩।

মালদহ– গতকাল আক্রান্ত ৭৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭১। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৬৭ জন। রবিবার মৃত-০, সোমবার মৃত-০।

মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ৭০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯১। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৭৮ জন। রবিবার মৃত-৩, সোমবার মৃত-২।

করোনা সংক্রমণের জেলাওয়াড়ি ছবি

নদিয়া– গতকাল আক্রান্ত ৪৯১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৪৪। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮৫৮ জন। রবিবার মৃত-৫, সোমবার মৃত-৬।

বীরভূম– গতকাল আক্রান্ত ৯০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২০১। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৪৭ জন। রবিবার মৃত-১, সোমবার মৃত-০।

পুরুলিয়া– গতকাল আক্রান্ত ১৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৮। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৮ জন। রবিবার মৃত-০, সোমবার মৃত-০।

বাঁকুড়া– গতকাল আক্রান্ত ১৯৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫৩। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৮৪ জন। রবিবার মৃত-৩, সোমবার মৃত-১।

ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ৮০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৬। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৮৮ জন। রবিবার মৃত-০, সোমবার মৃত-০।

পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৩৬১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩২৩। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬০০ জন। রবিবার মৃত-৪, সোমবার মৃত-৫।

পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৪৭৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৮৪। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭৬৩ জন। রবিবার মৃত-৩, সোমবার মৃত-১।

পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ১৬৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩৯। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৫২ জন। রবিবার মৃত-৬, সোমবার মৃত-৩।

পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ১৭৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪১। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৬১ জন। রবিবার মৃত-১, সোমবার মৃত-৪।

হাওড়া– গতকাল আক্রান্ত ৩৬৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৬১। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯৯৮ জন। রবিবার মৃত-৬, সোমবার মৃত-১।

হুগলি– গতকাল আক্রান্ত ৪৩০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৫১। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯৯২ জন। রবিবার মৃত-৩, সোমবার মৃত-৫।

উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ১৪৩৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১৮১। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৮৯৮ জন। রবিবার মৃত-৩৪, সোমবার মৃত-৩২।

দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ৩৯০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৩৬। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮৭১ জন। রবিবার মৃত-৪, সোমবার মৃত-৬।

কলকাতা– গতকাল আক্রান্ত ৬৪৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬১০। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৮৪১ জন। রবিবার মৃত-২৩, সোমবার মৃত-২৩।

অন্যদিকে, সোমবার নতুন করে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৮৮৭ জন। মৃত্যু হয়েছে ১০৩ জনের। একই সময়ের মধ্যে করোনা মুক্ত হয়েছেন ১৪ হাজার ৩৫২ জন। সুস্থতার হার ৯৬.৯৮ শতাংশ। নমুনা পরীক্ষা হয়েছে ৬০ হাজার ১০৯ টি।