সুস্থতার হার প্রায় ৯৫ শতাংশ, দেখে নিন করোনার জেলাওয়াড়ি ছবিটা ঠিক কেমন…

বৃহস্পতিবার নতুন করে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৮১১ জন। মৃত্যু হয়েছে ১০৮ জনের। একই সময়ের মধ্যে করোনা মুক্ত হয়েছেন ১৬ হাজার ৯৩৮ জন। সুস্থতার হার ৯৪.৪৬ শতাংশ।

সুস্থতার হার প্রায় ৯৫ শতাংশ, দেখে নিন করোনার জেলাওয়াড়ি ছবিটা ঠিক কেমন...
অলঙ্করণ: অভীক দেবনাথ
Follow Us:
| Updated on: Jun 04, 2021 | 12:20 AM

করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় সবচেয়ে খারাপ পর্ব পেরিয়ে ক্রমেই সু্স্থতার পথে এগোচ্ছে বাংলা। ৪১ দিন পর গত মঙ্গলবার প্রথমবার দৈনিক আক্রান্তের সংখ্যা নেমেছে ১০ হাজারের নীচে। জেলায় জেলায় দ্রুতগতিতে কমছে সংক্রমণ। একটি বা দু’টি জেলা বাদ দিলে বাকি সব জেলায় কার্যত সক্রিয় রোগীর সংখ্যা কমছে হু-হু করে। রাজ্যে সব জেলায় সংক্রমণের গ্রাফ নিম্নমুখী। যদিও মৃত্যুর হার এখনও কিছুটা চিন্তার কারণ হয়ে রয়েছে। তবে আগামী সময় সেটাও কমে আসবে বলেই আশা করা হচ্ছে। একনজরে দেখে নিন রাজ্যের সামগ্রিক সংক্রমণের ছবিটা কেমন।

দেখে নিন আপনার জেলায় করোনা সংক্রমণের ছবিটা ঠিক কেমন…

আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ২৭৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩৩। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২২০ জন। বুধবার মৃত- ০, বৃহস্পতিবার মৃত- ০।

কোচবিহার– গতকাল আক্রান্ত ২১৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২১৩। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৭৭ জন। বুধবার মৃত- ০, বৃহস্পতিবার মৃত- ০।

দার্জিলিং– গতকাল আক্রান্ত ৪৮০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৪১। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭৬১ জন। বুধবার মৃত- ৪, বৃহস্পতিবার মৃত- ৩।

কালিম্পং– গতকাল আক্রান্ত ৪৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৩। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০৭ জন। বুধবার মৃত- ০, বৃহস্পতিবার মৃত- ১।

জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ৪৪৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫১০। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৯৭। বুধবার মৃত- ৭, বৃহস্পতিবার মৃত- ৪।

উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ৯৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮১। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৩৬ জন। বুধবার মৃত- ২, বৃহস্পতিবার মৃত- ২।

দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ১৪১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৭। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২০৯ জন। বুধবার মৃত- ৩, বৃহস্পতিবার মৃত- ১।

মালদহ– গতকাল আক্রান্ত ৭০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪১। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২১১ জন। বুধবার মৃত- ০, বৃহস্পতিবার মৃত- ০।

মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ১০৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৪। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৬১ জন। বুধবার মৃত- ২, বৃহস্পতিবার মৃত- ৪।

অলংকরণ- অভীক দেবনাথ

নদিয়া– গতকাল আক্রান্ত ৫৬৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫২৬। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯৯৮ জন। বুধবার মৃত- ৬, বৃহস্পতিবার মৃত- ৮।

বীরভূম– গতকাল আক্রান্ত ১০০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯২। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৫৫ জন। বুধবার মৃত- ২, বৃহস্পতিবার মৃত- ১।

পুরুলিয়া– গতকাল আক্রান্ত ২৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২১। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০৮ জন। বুধবার মৃত- ০, বৃহস্পতিবার মৃত- ১।

বাঁকুড়া– গতকাল আক্রান্ত ১৯১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৪৯। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৯৬ জন। বুধবার মৃত- ২, বৃহস্পতিবার মৃত- ৫।

ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ১৩৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১৩। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২২০ জন। বুধবার মৃত- ০, বৃহস্পতিবার মৃত- ০।

পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৩১১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪০৩। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৯৬ জন। বুধবার মৃত-৪, বৃহস্পতিবার মৃত- ১।

পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৫০৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৩৫। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭৮১ জন। বুধবার মৃত-০, বৃহস্পতিবার মৃত- ২।

পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ২৬০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৩৮। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৪২ জন। বুধবার মৃত-২, বৃহস্পতিবার মৃত- ০।

পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ২২১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৩৮। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৪২ জন। বুধবার মৃত-১, বৃহস্পতিবার মৃত- ০।

হাওড়া– গতকাল আক্রান্ত ৬৭০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৫৬। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২৪৭ জন। বুধবার মৃত-১০, বৃহস্পতিবার মৃত- ৪।

হুগলি– গতকাল আক্রান্ত ৫৫১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৭১। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯৬৩ জন। বুধবার মৃত-২, বৃহস্পতিবার মৃত- ৪।

উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ১৮৬০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৮৪২। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৫১৪ জন। বুধবার মৃত-৪৩, বৃহস্পতিবার মৃত- ৩০।

দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ৬০৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৯০। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২৯৭ জন। বুধবার মৃত-৬, বৃহস্পতিবার মৃত- ৮।

কলকাতা– গতকাল আক্রান্ত ১০৪০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৭৬। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২২৪৭ জন। বুধবার মৃত-৩৮, বৃহস্পতিবার মৃত- ২৭।

অন্যদিকে, বৃহস্পতিবার নতুন করে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৮১১ জন। মৃত্যু হয়েছে ১০৮ জনের। একই সময়ের মধ্যে করোনা মুক্ত হয়েছেন ১৬ হাজার ৯৩৮ জন। সুস্থতার হার ৯৪.৪৬ শতাংশ। নমুনা পরীক্ষা হয়েছে ৭৪ হাজার ৫৬৮ টি।